Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ১৪। আপনি থানার চার্জে থাকা অবস্থায় জানতে পারেন যে, দুই মহল্লার লোকজন একই তারিখে, একই সময়ে, একই স্থানে সভা আহবান করে এবং দুই পক্ষই তাদের কর্মসূচী পরিবর্তনে অস্বীকৃতি জানায়। এ অবস্থায় আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উপায় ও পদ্ধতি আলোচনা করুন।

উত্তরঃ

আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উপায় হিসেবে পুলিশের কার্যপদ্ধতি নিম্নেবর্ণনা করা হলোঃ 
১। দুই মহল্লার লোকজনের একই তারিখে, একই সময়ে, একই স্থানে সভা আবাহিনী বিষয় এবং তাদের কর্মসূচী পরিবর্তনে অস্বীকৃতি জানানোর বিষয়টি সর্বপ্রথম জিডিতে নোট দিতে হবে। ফৌজদারী কার্যবিধি আইনের ১৫৪, ১৫৫ ধারা, পুলিশ আইনের ৪৪ ধারা এবং পিআরবি বিধি ৩৭৭। 
২। ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৯ ধারা মতে উক্ত স্থানে যাতে আমলযোগ্য অপরাধ সংঘটিত হতে না পারে তার জন্য সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করতে হবে। পুলিশ আইনের ধারা ২৩(৪) এবং পিআরবি বিধি ১১৮। 
৩। বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। ফৌজদারী কার্যবিধি আইনের ১৫০ ধারা, পিআরবি বিধি ১২০। 
৪। দন্ডবিধির ১৫৪ ধারা এবং পিআরবি বিধি ২৫২ মতে উভয়পক্ষকে সতর্কীকরণ নোটিশ জারী করতে হবে। 
৫। পিআরবি বিধি ১৪৫ মতে উক্ত স্থানে টহল দল মোতায়েনপূর্বক জায়গাটি ঘিরে রাখতে হবে। 
৬। উক্ত স্থানে ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৪ ধারা জারীর জন্য ম্যাজিষ্ট্রেটের নিকট আবেদন করতে হবে।  
৭। উক্ত স্থানে ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৪ ধারা জারী করা হয়েছে মর্মে পুলিশ আশে পাশের হাট বাজার ও জনাকীর্ণ স্থানে মাইকিং করব এবং পাঁচ জনের বেশি সংখ্যক লোক একত্রে হতে দেয়া যাবে না।
৮। পুলিশের অবৈধ  আদেশ অমান্য করে যদি উক্ত স্থানে কেউ সভা-সমাবেশ করে বা করার চেষ্টা করে তাহলে আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করার জন্য তাদেরকে ফৌজদারী কার্যবিধি আইনের ১৫১ ধারা মতে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে হবে। পিআরবি বিধি ৩১৬। 
৯। পরিশেষে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধি আইনের ১০৭ ধারা মতে আদালতে প্রসিকিউশন দাখিল করতে হবে।

প্রশ্ন- ১৪। আপনি থানার চার্জে থাকা অবস্থায় জানতে পারেন যে, দুই মহল্লার লোকজন একই তারিখে, একই সময়ে, একই স্থানে সভা আহবান করে এবং দুই পক্ষই তাদের কর্মসূচী পরিবর্তনে অস্বীকৃতি জানায়। এ অবস্থায় আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উপায় ও পদ্ধতি আলোচনা করুন।

প্রশ্ন- ১৪। আপনি থানার চার্জে থাকা অবস্থায় জানতে পারেন যে, দুই মহল্লার লোকজন একই তারিখে, একই সময়ে, একই স্থানে সভা আহবান করে এবং দুই পক্ষই তাদের কর্মসূচী পরিবর্তনে অস্বীকৃতি জানায়। এ অবস্থায় আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উপায় ও পদ্ধতি আলোচনা করুন।

              প্রশ্ন- ১৪। আপনি থানার চার্জে থাকা অবস্থায় জানতে পারেন যে, দুই মহল্লার লোকজন একই তারিখে, একই সময়ে, একই স্থানে সভা আহবান করে এবং দুই পক্ষই তাদের কর্মসূচী পরিবর্তনে অস্বীকৃতি জানায়। এ অবস্থায় আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উপায় ও পদ্ধতি আলোচনা করুন।

*

Post a Comment (0)
Previous Post Next Post