Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ১৬। ধৃত আসামী ধলু গাজীর স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধারের জন্য সাভার থানার এসআই তরিকুল সঙ্গীয় ফোর্সসহ ধলু গাজীকে নিয়ে জ.নক হাজীর ইট ভাটার নিকটে পেক্সছালে সাথে সাথে ধলু গাজীর সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি করে। ইহাতে এনকাউন্টারে পরে ধলু গাজী মারা যায় এবং দুইজন পুলিশ আহত হয় ও ধলু গাজীর অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়। এক্ষেত্রে পুলিশের পরবর্তী করনীয় কি ?

প্রশ্ন- ১৬। ধৃত আসামী ধলু গাজীর স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধারের জন্য সাভার থানার এসআই তরিকুল সঙ্গীয় ফোর্সসহ ধলু গাজীকে নিয়ে জ.নক হাজীর ইট ভাটার নিকটে পেক্সছালে সাথে সাথে ধলু গাজীর সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি করে। ইহাতে এনকাউন্টারে পরে ধলু গাজী মারা যায় এবং দুইজন পুলিশ আহত হয় ও ধলু গাজীর অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়। এক্ষেত্রে পুলিশের পরবর্তী করনীয় কি ?

প্রশ্ন- ১৬। ধৃত আসামী ধলু গাজীর স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধারের জন্য সাভার থানার এসআই তরিকুল সঙ্গীয় ফোর্সসহ ধলু গাজীকে নিয়ে জ.নক হাজীর ইট ভাটার নিকটে পেক্সছালে সাথে সাথে ধলু গাজীর সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি করে। ইহাতে এনকাউন্টারে পরে ধলু গাজী মারা যায় এবং দুইজন পুলিশ আহত হয় ও ধলু গাজীর অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়। এক্ষেত্রে পুলিশের পরবর্তী করনীয় কি ?

উত্তরঃ

ধলু গাজী এনকাউন্টারে মারা যাওয়ার পর পরবর্তী করনীয় সম্পর্কে নিম্নেআলোচনা করা হলোঃ 
১। বিষয়টি সাথে সাথে ওসিসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। ফৌজদারী কার্যবিধি আইনের ১৫০ ধারা, পিআরবি বিধি ১২০। 
২। আহত পুলিশ সদস্যদেরকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠাব। পুলিশ আইনের ২৩ ধারা, পিআরবি বিধি ১২১ 
৩। ধলু গাজীর পালিয়ে যাওয়া সহযোগী/জড়িতদের গ্রেফতার/গ্রেফতারের চেষ্টা করব, ফৌজদারী কার্যবিধি আইনের ৫৪ ধারা, পিআরবি বিধি ৩১৬। 
৪। ধুল গাজীর লাশ পুলিশ হেফাজতে গ্রহণ করব। থানা হতে যে জিডি মূলে অভিযানে ডিউটিতে আসা হয়েছে তা সুরতহালের সূত্র হিসাবে ব্যবহার করব এবং ফৌজদারী কার্যবিধি আইনের ১৭৪, ১৭৫ ধারা পিআরবি বিধি ২৯৯ মতে দুই/তিন জন সাক্ষীর উপস্থিতিতে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী কর। 
৫। লাশের আঙ্গুলের ছাপ নিব, পিআরবি বিধি ৩১৩। 
৬। পত্রপত্রিকায় ও প্রচারের জন্য লাশের মুখমন্ডলের ছবি নিব, পিআরবি বিধি ৩১৪। 
৭। ঘটনাস্থলের ও মৃতদেহের দৃশ্যাবলীর ছবি তুলব, পিআরবি বিধি ৬৩৫। 
৮। মৃত লাশের পূর্নাঙ্গ ছবি নিব, পিআরবি বিধি ৬৩৮। 
৯। লাশ মর্গে প্রেরণ করব, পিআরবি বিধি ৩০৪, ৩০৫। 
১০। ঘটনাস্থলে ধলু গাজীর সহযোগীদের ফেলা যাওয়া কোন অস্ত্র, গোলাবারুদ, অন্য কোন বস্তু বা আলামত পাওয়া গেলে তা জব্দ করব। ফৌজদারী কার্যবিধি আইনের ১০৩(২) ধারা ও পিআরবি বিধি ২৮০। 
১১। লাশ ময়না তদন্ত ও পরীক্ষা-নিরীক্ষার পর তার আত্মীয়-স্বজনের নিকট বা নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবেন। পিআরবি বিধি ৩১০। 
১২। থানায় ফিরে এসে নিজে বাদী হয়ে ধলু গাজীসহ তার অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে দন্ডবিধির ৩৩২/৩৩৩/৩৫৩/৩০২/৩৪ ধারা মূলে খুন মামলার একটি এজাহার এবং অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হলে সে সংক্রান্তে অস্ত্র আইনের ১৯(ক)/১৯(ঙ)/১৯(চ) ধারায় পৃথক অস্ত্র মামলার এজাহার দায়ের করব। কার্যবিধি ১৫৪, পিআরবি বিধি ২৪৩। 
১৩। ওসি সাহেবের কাছে বিস্তারিত ঘটনা খুলে বলব। তিনি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। কার্যবিধি’র ধারা ১৬৮।

*

Post a Comment (0)
Previous Post Next Post