Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ২৮। জঙ্গিবাদ কাকে বলে ? আপনি থানার ওসি হিসেবে কর্মরত থাকাকালে থানা এলাকায় জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করেন বর্ণনা করুন।

উত্তরঃ জঙ্গিবাদ:-

ধর্মীয় মতাদর্শের ভিত্তিতে কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ কর্তৃক বাংলাদেশের অখন্ডতা, সংহতি, নিরাপত্তা বা সার্বভেক্সমত্ব বিপনড়ব করার জন্য জনসাধারণ বা জনসাধারণের কোন অংশের মধ্যে আতংক সৃষ্টির মাধ্যমে সরকার বা অন্য কোন ব্যক্তিকে কোন কাজ করতে বা করা হতে বিরত রাখতে বাধ্য করার জন্য কোন ব্যক্তিকে হত্যা, গুরুতর আঘাত, আটক বা অপহরণ বা সম্পত্তির ক্ষতিসাধন করলে বা উক্ত কাজ সমূহ সাধনের জন্য কোন বিস্ফোরক দ্রব্য, দাহ্য বস্তু, আগ্নেয়াস্ত্র বা কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা বা নিজ দখলে রাখাকে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ বলে। সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর ৬(১) ধারা, কার্যবিধি ৪(১)(ণ) ধারা, দন্ডবিধির ৪০ ধারা।  থানার ওসি হিসেবে কর্মরত থাকাকালে থানা এলাকায় জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে নিম্নলিখিত পদক্ষেপ সমূহ গ্রহণ করা উচিতঃ 
১। জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে থানার সকল অফিসার ও ফোর্স নিয়ে সভা ও পরিকল্পনা প্রনয়ন এবং থানা এলাকায় নজরদারী বৃদ্ধির জন্য ইউনিয়ন বা বিট ভিত্তিক ভাগ করে অফিসারদের মধ্যে দায়িত্ব বন্টন করব। পিআরবি ১১৮, ১২১, ১২২, ১২৫ 
২। সকল সড়ক-মহাসড়ক, হাট-বাজার, শপিং মল, রেষ্টুরেন্ট, ব্যাংক, বাস স্ট্যান্ড, খেলার মাঠ, শিক্ষা প্রতিষ্ঠান, উন্মুক্ত ময়দান, জনসমাগমের সকল স্থান নিয়মিত পুলিশ টহল জোরদার ও চেকপোষ্ট বসিয়ে তল্লাশির ব্যবস্থা নিব।। পিআরবি ১১৮, ১৪১, ১৪২, ১৪৩, ৩৫৬, ৩৫৮, ৩৫৯, ২০১, ২৮০, কার্যবিধি ৯৬, ১০৩ ধারা। 
৩। জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে ইন্টেলিজেন্স সংগ্রহ ও গুপ্তচর নিয়োগের জন্য অফিসার ও ফোর্সকে নির্দেশনা দিব। পিআরবি বিধি ২৯৫, ৩৪১, ৩৪২, ৩৪৫। 
৪। এলাকায় অপরিচিত সন্দেহভাজন, সকল এনজিও এবং অন্য থানা হতে আগত সকল বহিরাগত লোকদের পরিচয় যাচাই করব, তাদের পেশা ও কাজের বিষয়ে তথ্য সংগ্রহ ও নজরদারী করব। সকলের নিজ থানায় “এ রোল” ও “বি রোল” জারী করব। পিআরবি বিধি ৩৪৩, ৩৪৪ 
৫। নির্ধারিত ফরমে সকল ভাড়াটিয়াদের তথ্য, ছবি ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করব। পিআরবি বিধি ১১৮, ২৯৫, ৩৪১, ৩৪২, ৩৪৫। 
৬। জঙ্গিবাদ বিষয়ে চেক্সকিদারী প্যারেডে ব্রিফিং দিব এবং কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগণের সাথে সুসম্পর্ক ক্সতরীর মাধ্যমে কোথাও কোন গোপনীয় সভা সমাবেশ হচ্ছে কিনা সে বিষয়ে নজরদারী বাড়াব ও সকলকে সচেতন করব। পিআরবি বিধি ৩৩, ৩৬৩, ৩৬৪, ৩৬৯, ৩৭০, ৬৭৪, ৬৭৫, ৬৭৬। কার্যবিধি ৪২, ৪৩, ৪৪, ৪৫ ধারা। 
৭। সকল শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিষয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক বক্তব্য দিব এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ম্যানেজিং কমিটির সহায়তায় শিক্ষার্থী ও অভিভাবকদের এবং মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে খুৎবা ও বয়ানের দ্বারা জনগণকে সচেতন করব। পুলিশ আইনের ২৩ ধারা, পিআরবি বিধি ১১৮ 
৮। বিদ্রোহের ফলে সামরিক, আধা সামরিক বাহিনী হতে চাকুরীচ্যুত ও কারাদন্ড ভোগকৃত ব্যক্তিদের গ্রেফতারপূর্বক সদাচরণের মুচলেকা সংগ্রহ করব এবং তাদের উপর নজরদারী বাড়াব। কার্যবিধির ১০৯, ১১০ ধারা, পিআরবি বিধি ২৮৮, ২৮৯, ২৯০ 
৯। জঙ্গি তৎপরতা দমনে ভিসিএনবি, এজাহার বহি, জিডি, সিডিএমএস পর্যালোচনা করে দাগী, ফেরারী, কুখ্যাত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। পিআরবি বিধি ৩৯১, ২৪৩, ৩৭৭, ৩৮০ 
১০। জঙ্গি হামলার আশংকা আছে থানা এলাকার এমন সব গুরুত্বপূর্ণ সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান, স্থাপনা, ভবন ও অবকাঠামো সমূহের নিরাপত্তা বৃদ্ধিতে ব্যবস্থা নিব। পুলিশ আইনের ২৩ ধারা, পিআরবি বিধি ১১৮ 
১১। জঙ্গি হামলার সম্ভাবনা থাকলে বিশেষ কোন রাষ্ট্রীয় প্রোগ্রাম বা ভিআইপি বা ভিভিআইপির আগমনের কমপক্ষে এক মাস পূর্ব হতেই থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের জন্য পুলিশ সুপার মহোদয়ের নিকট চাহিদা পাঠাব। পুলিশ আইনের ১৩, ১৪, ১৫, ২৩ ধারা, পিআরবি বিধি ১১৮, ৬৬৭, ৬৬৯, ৬৭০। 
১২। থানা এলাকায় প্রবেশ-বাহির হওয়ার রাস্তা, সকল চেক্সরাস্তা, গুরুত্বপূর্ণ সংযোগ পয়েন্ট, লিংক রোড ইত্যাদি স্থানে চেকপোষ্ট বৃদ্ধি করে নিয়মিত তল্লাশির ব্যবস্থা নিব। পিআরবি ২৮০, কার্যবিধি ৯৬ ধারা। 
১৩। মানুষ হারানো বা নিখোঁজ সংক্রান্তে জিডি হলে পর্যাপ্ত অনুসন্ধান করে নিখোঁজ ব্যক্তি জঙ্গি দলে যোগদান করল কিনা সে বিষয়ে তথ্য উৎঘাটন করব ও ব্যবস্থা নিব। পুলিশ আইনের ৪৪ ধারা, পিআরবি বিধি ৩৭৭, কার্যবিধি ১৫৪, ১৫৫ ধারা 
১৪। ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করে স্পেশাল পুলিশ নিয়োগের মাধ্যমে পুলিশী তৎপরতা বাড়াতে হবে। পুলিশ আইনের ১৭, ১৮, ১৯ ধারা, পিআরবি বিধি ৬৭৪, ৬৭৫, ৬৭৬ 
১৫। জঙ্গি ও সন্ত্রাসবাদ বিষয়ে কোন আমলযোগ্য অপরাধ সংঘটন হলে/সংবাদ পাওয়া গেলে অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেফতার করে মামলা রেকর্ড করব ও তদন্তের ব্যবস্থা নিব। কার্যবিধির ৪৬, ৫৪, ১৪৯, ১৫০, ১৫১, ১৫৪ ধারা, পিআরবি বিধি ৩১৬, ২৪৩, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর ৬/৭/৮/৯/১০/১১/১২/১৩/ ১৪ ধারা। 
১৬। জরুরী পরিস্থিতি ও বিশেষ ঘটনা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করব। কার্যবিধি ১৫০ ধারা, পিআরবি বিধি ১২০।

              প্রশ্ন- ২৮। জঙ্গিবাদ কাকে বলে ? আপনি থানার ওসি হিসেবে কর্মরত থাকাকালে থানা এলাকায় জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করেন বর্ণনা করুন।
প্রশ্ন- ২৮। জঙ্গিবাদ কাকে বলে ? আপনি থানার ওসি হিসেবে কর্মরত থাকাকালে থানা এলাকায় জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করেন বর্ণনা করুন।

প্রশ্ন- ২৮। জঙ্গিবাদ কাকে বলে ? আপনি থানার ওসি হিসেবে কর্মরত থাকাকালে থানা এলাকায় জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করেন বর্ণনা করুন।

*

Post a Comment (0)
Previous Post Next Post