প্রশ্ন- ২২। বিচারিক জবানবন্দী গ্রহণের নিমিত্তে আসামীকে কার্যদিবসের কোন সময় আদালতে প্রেরণ করা উত্তম বলে আপনি মনে করেন ?
উত্তরঃ
ফৌজদারী কার্যবিধির ১৬৪, ৩৬৪ ধারা মতে আসামীর বিচারিক জবানবন্দী লিপিবদ্ধকরণের প্রয়োজন হলে আসামীকে অবশ্যই দুপুর ১২ ঘটিকা বা তার পূর্বেই আদালতে পেক্সছানোর ব্যবস্থা করতে হবে। কেননা আদালত আসামীকে ০৩ (তিন) ঘন্টা তাঁর হেফাজতে রাখেন। তাই কোর্ট সময় অতিক্রান্ত হলে একদিকে জবানবন্দীর আইনী দুর্বলতা তৈরী হয় এবং অপরদিকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জবানবন্দী রেকর্ডে অনীহা প্রকাশ করতে পারেন। ফৌজদারী কার্যবিধি’র ধারা ১৬৪, ৩৬৪, পিআরবি বিধি ৪৬৭,
সাক্ষ্য আইনের ধারা ২৪-৩০।