Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ২১। শিশু কিশোর অপরাধীদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের পদ্ধতি বর্ণনা করুন।

উত্তরঃ

২০১৩ সালের শিশু আইনের ৪ ধারা মতে ১৮ বছরের কমবয়সী সকল ব্যক্তিকে শিশু বলে। ২০১৩ সালের শিশু আইনের ১৫ ধারা মতে ফৌজদারী কার্যবিধির ২৩৯ ধারা অথবা আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যা কিছু থাকুক না কেন, শিশুকে কোন প্রাপ্তবয়¯. অপরাধীদের সাথে একসঙ্গে কোন অপরাধের অভিযুক্ত করে একত্রে চার্জশিট প্রদান করা যাবে না। শিশু আইন ২০১৩ এর ১৫ ও ১৭(২) ধারা মতে শিশুর বিরুদ্ধে চার্জশিট দাখিল করতে হলে নিয়মিত ফরমেটে (বিপি ফরম নং-৩৯ মোতাবেক) আলাদাভাবে চার্জশিট .তরী করে শিশু আদালতে দাখিল করতে হবে এবং পরবর্তী সকল কার্যক্রম শিশু আদালতের নির্দেশে পরিচালিত হবে। শিশু আইনের ১৬, ১৭, ১৮ ধারা। 
     শিশু কিশোর অপরাধীদের বিরুদ্ধে চার্জশিট রঙ্গিন কাগজ বা রঙ্গিন কালিতে প্রস্তুত করতে এমন কোন নির্দেশনা বা বিষয় শিশু আইন বা বলবৎ অন্য কোন আইনে উল্লেখ করা হয়নি। তবে প্রশাসনিকভাবে ডিসেম্বর, ২০০২ খ্রিঃ সালে জারীকৃত বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ও সমাজসেবা অধিদপ্তরের প্রকাশনা অনুসারে শিশুর বিরুদ্ধে প্রস্তুতকৃত চার্জশিট যে কোন রঙিন কাগজে দাখিল করতে হবে।

              প্রশ্ন- ২১। শিশু কিশোর অপরাধীদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের পদ্ধতি বর্ণনা করুন।
প্রশ্ন- ২১। শিশু কিশোর অপরাধীদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের পদ্ধতি বর্ণনা করুন।
              প্রশ্ন- ২১। শিশু কিশোর অপরাধীদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের পদ্ধতি বর্ণনা করুন।

প্রশ্ন- ২১। শিশু কিশোর অপরাধীদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের পদ্ধতি বর্ণনা করুন।

*

Post a Comment (0)
Previous Post Next Post