উত্তরঃ
কোন মামলা তদন্ত শেষে একবার চার্জশিট দাখিলের পর একই বিষয়ে পুনঃতদন্ত বা অধিকতর তদন্ত শেষে চূড়ান্ত রিপোর্ট দাখিল করা যাবে না, যা বেআইনী। ফৌজদারী কার্যবিধির ১৭৩ ধারা, পিআরবি বিধি ২৭২, ২৭৫। [ ৪ বি,এল,ডি ১১২] ভুল বা মৃত ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হলে তা ফৌজদারী কার্যবিধির ৪৯৪ ধারা মতে মামলা প্রত্যাহারের মাধ্যমে প্রতিকার করা যাবে। [ ২৭ ডি,এল,আর ১৩]