প্রশ্ন- ১৯। কোন মামলায় জব্দকৃত আলামত আদালতের অনুমতি ছাড়া তদন্তকারী অফিসার কি কারও নিকট জিম্মা প্রদান করতে পারেন ?
উত্তরঃ
কোন আলামত বা মালামাল জব্দ করে ম্যাজিস্ট্রেটের অনুমতি বা আদেশ ছাড়া জব্দকারী অফিসার বা তদন্তকারী অফিসার কর্তৃক জিম্মায় প্রদান করা বেআইনী। ফৌজদারী কার্যবিধি’র ধারা ১০৩, পিআরবি বিধি ২৮০। তবে দূর্ঘটনায় জব্দকৃত মোটরযান মোটর ভেহিক্যাল পরিদর্শকের পরিদর্শন শেষে প্রতিবেদন পাওয়ার পর মালিকানা সঠিক পাওয়া গেলে মোটর ভেহিক্যাল এ্যাক্ট ১৯৮৩ এর ১০৫ ধারা মতে ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতিরেকে পুলিশ কর্তৃক মালিকের জিম্মায় প্রদান করা আইনসম্মত। জব্দকারী অফিসার বা তদন্তকারী অফিসার কর্তৃক জব্দকৃত কোন মালামাল জিম্মায় প্রদানের একান্ত প্রয়োজন দেখা দিলে জব্দকৃত মালামাল জিম্মানামামূলে জিম্মায় প্রদান করে তাৎক্ষনিক সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে জব্দ তালিকা ও জিম্মানামা প্রেরণপূর্বক জিম্মা প্রদানের বিষয়টি অনুমোদনের জন্য আবেদন করতে হবে এবং পরবর্তীতে উক্ত আবেদন ম্যাজিস্ট্রেট কর্তৃক অনুমোদিত হলে উক্ত জিম্মা প্রদানের অবৈধ তা নিশ্চিত হয়। কার্যবিধি’র ধারা ১০৩(২), পিআরবি বিধি ২৮০।