উত্তরঃ
ঘটনার আলামত হিসেবে বা কোন কারণবশতঃ স্বর্ণ জব্দ করা হলে তা প্রকৃত স্বর্ণ কি না এ সম্পর্কে তদন্তকারী/জব্দকারী পুলিশ অফিসার তাৎক্ষনিকভাবে লাইসেন্সপ্রাপ্ত একজন স্বর্ণ ব্যবসায়ী দ্বারা তার প্যাডে যাচাইপূর্বক প্রত্যয়নপত্র সংগ্রহ করবেন এবং ওজনের ব্যবস্থা করে সঠিক পরিমাণ উল্লেখ করতঃ মামলা প্রমাণের স্বার্থে ঐ ব্যবসায়ীকে সাক্ষীর কলামে দেখাতে হবে। ফেক্সঃ কার্যবিধি’র ধারা ১০৩(২), পিআরবি বিধি ২৮০, সাক্ষ্য আইনের ৪৫ ধারা। কার্যবিধি’র ধারা ১৬১, পিআরবি বিধি ২৬৫।