Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ১৯। একটি হত্যা মামলা প্রমাণের জন্য কি কি ধরনের দলিলপত্র বা কাগজপত্র সাক্ষ্য হিসাবে ব্যবহার করা যেতে পারে?

উত্তরঃ

হত্যা একটি গুরুত্বপূর্ণ মামলা। একটি হত্যা মামলা প্রমাণের জন্য নিম্নবর্ণিত দলিলপত্র সাক্ষ্য হিসেবে আদালতে ব্যবহার করা যেতে পারেঃ- 
১। ফৌজদারী কার্যবিধি আইনের ১৫৪, পিআরবি বিধি ২৪৩ মতে থানায় রুজুকৃত এজাহার সাক্ষ্য আইনের ২৭, ৩৫ ধারা মতে হত্যা মামলা প্রমাণের জন্য সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে। 
২। পিআরবি বিধি ৩০৬ মতে মেডিকেল অফিসার কর্তৃক প্রস্তুতকৃত ময়না তদন্ত রিপোর্ট সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে। 
৩। ফৌজদারী কার্যবিধি আইনের ১৭৩ ধারা ও পিআরবি বিধি ২৭২ মতে তদন্তকারী কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত তদন্ত রিপোর্ট (চার্জশিট) হত্যা মামলা প্রমাণের জন্য সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে।
৪। সাক্ষ্য আইনের ৩২(১) ধারা ও পিআরবি বিধি ২৬৬ মতে মৃত্যুকালীন জবানবন্দী সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে। 
৫। পিআরবি বিধি ২৭৩ মতে তদন্তকারী কর্মকর্তা কর্তৃক তৈরী ঘটনাস্থলের অপরাধ মানচিত্র সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে। 
৬। ফৌজদারী কার্যবিধি আইনের ১৬১ ধারা ও পিআরবি বিধি ২৬৫ মতে ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী, ভিকটিম বা ক্ষতিগ্রস্থ ও নিরপেক্ষ ব্যক্তিদের জবানবন্দী সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে। 
৭। আইন শৃঙ্খলা বিঘড়বকারী অপরাধ দ্রুত বিচার (সংশোধন) আইন, ২০১০ এর ১৪ ধারা মতে অপরাধ সংঘটন সংক্রান্তে ক্যামেরায় গৃহীত চলচ্চিত্র বা স্থিরচিত্র বা কোন কথাবার্তার টেপ রেকর্ড বা ডি¯. উক্ত অপরাধের বিচারে সাক্ষ্য হিসাবে ব্যবহার যেতে পারে। 
৮। ক্রাইমসিন অর্থাৎ ঘটনাস্থলের ও মৃতদেহের দৃশ্যাবলীর ছবি সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে, পিআরবি বিধি ৬৩৫। 
৯। ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারা ও সাক্ষ্য আইনের ২৪ ধারা মতে ম্যাজিষ্ট্রেট কর্তৃক রেকর্ডকৃত আসামীর স্বীকারোক্তি সাক্ষ্য হিসাবে ব্যবহার যেতে পারে। 
১০। ফৌজদারী কার্যবিধি আইনের ১৭৪ ধারা ও পিআরবি বিধি ২৯৯ মতে প্রস্তুতকৃত সুরতহাল রিপোর্ট বা জখমের রিপোর্ট সাক্ষ্য হিসাবে ব্যবহার যেতে পারে। 
১১। সাক্ষ্য আইনের ২৭ ধারা মতে উদ্ধারকৃত আলামত বা অস্ত্রশস্ত্র হত্যা মামলা প্রমাণের জন্য সাক্ষ্য হিসাবে ব্যবহার যেতে পারে। 
১২। ফৌজদারী কার্যবিধি আইনের ৯৬ ধারা ও পিআরবি বিধি ২৮০ মতে তল্লাশি তালিকা বা অপরাধ সংশ্লিষ্ট আলামতের জব্দ তালিকা সাক্ষ্য হিসাবে ব্যবহার যেতে পারে। 
১৩। পিআরবি বিধি ২৮২(ছ) মতে ম্যাজিষ্ট্রেট কর্তৃক রেকর্ডকৃত টিআই প্যারেডের রিপোর্ট সাক্ষ্য হিসাবে ব্যবহার যেতে পারে।

              প্রশ্ন- ১৯। একটি হত্যা মামলা প্রমাণের জন্য কি কি ধরনের দলিলপত্র বা কাগজপত্র সাক্ষ্য হিসাবে ব্যবহার করা যেতে পারে?
প্রশ্ন- ১৯। একটি হত্যা মামলা প্রমাণের জন্য কি কি ধরনের দলিলপত্র বা কাগজপত্র সাক্ষ্য হিসাবে ব্যবহার করা যেতে পারে?

প্রশ্ন- ১৯। একটি হত্যা মামলা প্রমাণের জন্য কি কি ধরনের দলিলপত্র বা কাগজপত্র সাক্ষ্য হিসাবে ব্যবহার করা যেতে পারে?

*

Post a Comment (0)
Previous Post Next Post