Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ১৪। মৃত্যুকালীন জবানবন্দী দেয়ার পর যদি বেঁচে যায় তাহলে প্রদত্ত জবানবন্দীর আইনগত মূল্য কতটুকু ??

প্রশ্ন- ১৪। মৃত্যুকালীন জবানবন্দী দেয়ার পর যদি বেঁচে যায় তাহলে প্রদত্ত জবানবন্দীর আইনগত মূল্য কতটুকু ?

প্রশ্ন- ১৪। মৃত্যুকালীন জবানবন্দী দেয়ার পর যদি বেঁচে যায় তাহলে প্রদত্ত জবানবন্দীর আইনগত মূল্য কতটুকু ?

উত্তরঃ 
সাক্ষ্য আইনের ৩২(১) ধারা ও পিআরবি বিধি ২৬৬ মতে মৃত্যুকালীন জবানবন্দী দেয়ার পর বেঁচে গেলে উক্ত জবানবন্দী আদালতে মৃত্যুকালীন জবানবন্দী হিসেবে গণ্য হবে না। 
        উক্ত মৃত্যুকালীন জবানবন্দী যদি ম্যাজিষ্ট্রেট কর্তৃক লিপিবদ্ধ হয়ে থাকে তাহলে সাক্ষ্য আইনের ২৪ ধারা ও ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারা ও পিআরবি বিধি ৪৬৭ মতে তা স্বীকৃতি বা স্বীকারোক্তিমূলক জবানবন্দী হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবে। ফৌজদারী কার্যবিধি আইনের ১৬১ ধারা অনুসারে উক্ত মৃত্যুকালীন জবানবন্দী যদি কোন পুলিশ অফিসার, ডাক্তার বা অন্য কোন ব্যক্তি কর্তৃক লিপিবদ্ধ করা হয়ে থাকে তাহলে উহা ঐ ব্যক্তির মৌখিক জবানবন্দী হিসেবে গণ্য হবে। পিআরবি বিধি ২৬৫। 
        এছাড়াও সাক্ষ্য আইনের ১৪৫ ধারা অনুসারে উক্ত মৃত্যুকালীন জবানবন্দী পূরবর্তী বিবৃতিমূলক সাক্ষ্য হিসেবে এবং সাক্ষ্য আইনের ১৫৭ ধারা মতে বিবৃতি দাতার সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে আদালতে ব্যবহার করা যাবে।

              প্রশ্ন- ১৪। মৃত্যুকালীন জবানবন্দী দেয়ার পর যদি বেঁচে যায় তাহলে প্রদত্ত জবানবন্দীর আইনগত মূল্য কতটুকু ?

*

Post a Comment (0)
Previous Post Next Post