Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ২। আপনি একজন পুলিশ অফিসার হিসাবে পুলিশ আইন অনুসারে কিভাবে আপনার থানা এলাকার অপরাধ নিবারন বা দমন করবেন। কোন কোন পদবীর কর্মকর্তা নিবারণ মূলক কার্যক্রম গ্রহণ করতে পারেন আলোচনা করুন।

উত্তরঃ

পুলিশ আইন অনুসারে আমি নিম্নলিখিত উপায়ে থানা এলাকার অপরাধ নিবারন করবঃ- 
১। যে শহরে সরকার কর্তৃক পুলিশ আইন বলবৎ করা হয়েছে সেখানে কোন ব্যক্তি যদি পুলিশ আইনের ৩৪ ধারা মতে কোন অপরাধমূলক কাজ করে তবে বিনা পরোয়ানায় গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ পূর্বক নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করব। পিআরবি বিধি ২৫৪, ৩১৬। 
২। পুলিশ আইনের ৩৪(ক) ধারা মতে কোন চিত্ত বিনোদন স্থলের দর্শক প্রবেশের টিকিট নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রয় করলে অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেফতার করব। 
৩। পুলিশ আইনের ১৭ ধারা মতে থানা এলাকায় বেআইনী সমাবেশ দ্বারা ক্ষতিগ্রস্থ এলাকা আশংকামুক্ত করব। 
৪। পুলিশ আইনের ২৩(৪) ধারা মতে কোন অপরাধ সংঘটিত হতে দেখলে বা হওয়ার সম্ভাবনা থাকলে তা প্রতিরোধ করব। 
৫। পুলিশ আইনের ২৩(৫) ধারা মতে সর্বসাধারণের বিরক্তিকর কার্য নিবারণ করব। 
৬। পুলিশ আইনের ২৩(৬) ধারা মতে অপরাধের বৃত্তান্ত অনুসন্ধান বা উদঘাটন করব। 
৭। পুলিশ আইনের ২৩(৭) ধারা মতে অপরাধীকে বিচারার্থে আদালতে সোপর্দ করব। 
৮। পুলিশ আইনের ২৩(৮) ধারা মতে গ্রেফতারযোগ্য ব্যক্তিকে গ্রেফতার করব। 
৯। পুলিশ আইনের ২৪ ধারা মতে যে কোন অপরাধ সম্পর্কে ম্যাজিষ্ট্রেটকে অবহিত করব এবং যে কোন অপরাধীর প্রতি সমন, ওয়ারেন্ট বা খানা তল্লাশির পরোয়ানা বা অন্য কোন আইনসঙ্গত পরোয়ানার জন্য আবেদন করব। পিআরবি বিধি ২১৩ 
১০। পুলিশ আইনের ২৫ ধারা মতে কোন বেওয়ারিশ মালামাল পাইলে হেফাজতে নিয়ে তালিকা প্রস্তুত করে তার বিলি ব্যবস্থার আদেশের জন্য ম্যাজিষ্ট্রেটের নিকট দাখিল করব। 
১১। পুলিশ আইনের ৩০, ৩০(ক) ধারা মতে বেআইনী সমাবেশ ছত্রভঙ্গ করব। 
১২। পুলিশ আইনের ৩১ ধারা মতে রাজপথে বা জনসমাগমের স্থানে শান্তি শৃঙ্খলা রক্ষা করব। 
১৩। পুলিশ আইনের ৪৪ ধারা মতে থানায় নির্ধারিত ফরমে জেনারেল ডায়রী রাখব। এই ডায়রীতে পুলিশের কার্যক্রম, এলাকার সংবাদ, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, মহামারী, জলোচ্ছাস, অগিড়ব সংযোগ, গরু মহিষ হারানোর সংবাদ, মানুষ নিখোঁজের সংবাদ এবং এলাকার পরিস্থিতি ইত্যাদি বিষয় জিডিতে নোট করব। 
১৪। প্রত্যেক পুলিশ অফিসার কোন আমলযোগ্য অপরাধ সংঘটন হতে দেখলে তিনি যথাসাধ্য নিবারণ করবেন এবং ঘটনার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। পুলিশ আইনের ২৩ ধারা, ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৯, ১৫০ ধারা।  
    যে সকল পদবীর কর্মকর্তা অপরাধ নিবারণ মূলক কার্যক্রম গ্রহণ করতে পারেনঃ 
১। থানার অফিসার ইনচার্জ অপরাধ নিবারণ মূলক কার্যক্রম গ্রহণ করতে পারেন। পুলিশ আইনের ১৭, ২৩, ২৪, ২৫, ৩০, ৩১, ৩৪ ধারা। পিআরবি বিধি ২০১। 
২। থানার ওসি’র অনুপস্থিতিতে ফৌজদারী কার্যবিধি আইনের ৪(১)(ত) ধারা এবং পিআরবি বিধি ২০১ মতে থানায় উপস্থিত সিনিয়র এসআই নিবারণ মূলক কার্যক্রম গ্রহণ করতে পারেন। পুলিশ আইনের ১৭, ২৩, ২৪, ২৫, ৩০, ৩১, ৩৪ ধারা। 
৩। থানায় যদি ওসি এবং কোন এসআই না থাকে সেক্ষেত্রে ফৌজদারী কার্যবিধি আইনের ৪(ত) ধারা এবং পিআরবি বিধি ২০৭(গ) মতে থানায় উপস্থিত সিনিয়র এএসআই নিবারণ মূলক কার্যক্রম গ্রহণ করতে পারেন। পুলিশ আইনের ১৭, ২৩, ২৪, ২৫, ৩০, ৩১, ৩৪ ধারা। 
৪। অফিসার ইনচার্জের নির্দেশমতে থানায় কর্মরত যে কোন এসআই, এএসআই, কনস্টেবল নিবারণ মূলক কার্যক্রম গ্রহণ করতে পারেন। পুলিশ আইনের ১৭, ২৩, ২৪, ২৫, ৩০, ৩১, ৩৪ ধারা। 
৫। পিআরবি বিধি ২৩৯(ক) মতে যখন কনস্টেবল থানার দায়িত্ব থাকে নিবারণ মূলক কার্যক্রম গ্রহণ করতে পারেন। তিনি সকল বিষয় উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন। পুলিশ আইনের ১৭, ২৩, ২৪, ২৫, ৩০, ৩১, ৩৪ ধারা। 
৬। সহকারী পুলিশ সুপার হতে উর্ধ্বতন পদের যে কোন পুলিশ অফিসার ফৌজদারী কার্যবিধি আইনের ৫৫১ ধারা মতে তার এখতিয়ারাধীন এলাকায় কোন থানার ওসি হিসেবে দায়িত্বে থাকার সময় নিবারণমূলক কাজ করতে পারেন। এছাড়া উর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে তারা জেলা বা সার্কেল প্রধান হিসেবে অধীনস্থ অফিসার ইনচার্জকে অপরাধ নিবারণের জন্য যে কোন আইনানুগ নির্দেশ দিতে পারেন। পিআরবি বিধি ১১৭, ১১৮।

              প্রশ্ন- ২। আপনি একজন পুলিশ অফিসার হিসাবে পুলিশ আইন অনুসারে কিভাবে আপনার থানা এলাকার অপরাধ নিবারন বা দমন করবেন। কোন কোন পদবীর কর্মকর্তা নিবারণ মূলক কার্যক্রম গ্রহণ করতে পারেন আলোচনা করুন।
প্রশ্ন- ২। আপনি একজন পুলিশ অফিসার হিসাবে পুলিশ আইন অনুসারে কিভাবে আপনার থানা এলাকার অপরাধ নিবারন বা দমন করবেন। কোন কোন পদবীর কর্মকর্তা নিবারণ মূলক কার্যক্রম গ্রহণ করতে পারেন আলোচনা করুন।
              প্রশ্ন- ২। আপনি একজন পুলিশ অফিসার হিসাবে পুলিশ আইন অনুসারে কিভাবে আপনার থানা এলাকার অপরাধ নিবারন বা দমন করবেন। কোন কোন পদবীর কর্মকর্তা নিবারণ মূলক কার্যক্রম গ্রহণ করতে পারেন আলোচনা করুন।

প্রশ্ন- ২। আপনি একজন পুলিশ অফিসার হিসাবে পুলিশ আইন অনুসারে কিভাবে আপনার থানা এলাকার অপরাধ নিবারন বা দমন করবেন। কোন কোন পদবীর কর্মকর্তা নিবারণ মূলক কার্যক্রম গ্রহণ করতে পারেন আলোচনা করুন।

*

Post a Comment (0)
Previous Post Next Post