Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ১৬। যে সকল ঘটনা অন্য কোনভাবে প্রাসঙ্গিক নয়, সেই গুলি কিভাবে প্রাসঙ্গিক হয় ব্যাখ্যা কর।

উত্তরঃ

যে সকল বিষয় অন্য কোনভাবে প্রাসঙ্গিক নয় নিম্নবর্ণিতভাবে সেগুলো প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের ১১ ধারা। 
১। যদি সেগুলো কোন বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের বা ঘটনার সাথে অসঙ্গতিপূর্ণ হয়। 
২। যদি সেগুলো স্বয়ং অথবা অন্য কোন বিষয়ের সাথে যুক্ত হয়ে কোন বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ে অস্তিত্ব বা অস্তিত্বহীন তাকে অধিকভাবে সম্ভব বা অসম্ভব করে তোলে তখন সেই গুলি প্রাসঙ্গিক। 
উদাহরণঃ 
                প্রশ্ন- হচ্ছে কোন নির্দিষ্ট সময়ে আব্দুল করিম কলিকাতায় একটি অপরাধ করেছে কিনা। ঐ তারিখে আব্দুল করিম ঢাকা ছিল ইহা প্রাসঙ্গিক ঘটনা। যে সময় ঘটনাটি সংঘটিত হয় তার কাছাকাছি সময়ে করিম ঘটনাস্থল হতে এরূপ দূরবর্তী স্থানে অবস্থান করেছিল যে তার পক্ষে উক্ত অপরাধ করা পুরোপুরি অসম্ভব না হলেও বহুলাংশে অসম্ভব ছিল ইহা একটি প্রাসঙ্গিক ঘটনা। সাক্ষ্য আইনের ১১ ধারা।

              প্রশ্ন- ১৬। যে সকল ঘটনা অন্য কোনভাবে প্রাসঙ্গিক নয়, সেই গুলি কিভাবে প্রাসঙ্গিক হয় ব্যাখ্যা কর।
প্রশ্ন- ১৬। যে সকল ঘটনা অন্য কোনভাবে প্রাসঙ্গিক নয়, সেই গুলি কিভাবে প্রাসঙ্গিক হয় ব্যাখ্যা কর।

প্রশ্ন- ১৬। যে সকল ঘটনা অন্য কোনভাবে প্রাসঙ্গিক নয়, সেই গুলি কিভাবে প্রাসঙ্গিক হয় ব্যাখ্যা কর।

*

Post a Comment (0)
Previous Post Next Post