Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ৭। পুলিশ আইন অনুসারে পুলিশের দায়িত্ব ও কর্তব্য সমূহ আলোচনা কর।

প্রশ্ন- ৭। পুলিশ আইন অনুসারে পুলিশের দায়িত্ব ও কর্তব্য সমূহ আলোচনা কর।
              প্রশ্ন- ৭। পুলিশ আইন অনুসারে পুলিশের দায়িত্ব ও কর্তব্য সমূহ আলোচনা কর।

প্রশ্ন- ৭। পুলিশ আইন অনুসারে পুলিশের দায়িত্ব ও কর্তব্য সমূহ আলোচনা কর।

উত্তরঃ

পুলিশ আইনের ২৩ ধারা মতে পুলিশ কর্মচারীর কর্তব্য সমূহ নিম্নেআলোচনা করা হলোঃ- 
১। উপর্যুক্ত কর্তৃপক্ষের সকল অবৈধ  আদেশ পালন করা। 
২। কর্তৃপক্ষের অবৈধ  পরোয়ানা কার্যকরী করা। 
৩। জনসাধারণের শান্তি সম্পর্কিত সংবাদ সংগ্রহ করা এবং যথাস্থানে তার প্রতিবেদন পেশ করা।  
৪। অপরাধ নিবারন করা। 
৫। জনসাধারনের বিরক্তিকর কার্য নিবারণ করা। 
৬। অপরাধের বৃত্তান্ত অনুসন্ধান বা উদঘাটন করা। 
৭। অপরাধীকে বিচারার্থে আদালতে সোপর্দ করা। 
৮। গ্রেফতারযোগ্য ব্যক্তিকে গ্রেফতার করা। 
পুলিশ আইনের ১৭ ধারা মতে বেআইনী সমাবেশ দ্বারা ক্ষতিগ্রস্থ এলাকা আশংকামুক্ত করা। 
পুলিশ আইনের ২৪ ধারা মতে যে কোন পুলিশ অফিসার কোন অপরাধ সম্পর্কে ম্যাজিষ্ট্রেটকে অবহিত করতে পারবে এবং যে কোন অপরাধীর প্রতি সমন, ওয়ারেন্ট বা খানা তল্লাশির পরোয়ানা বা অন্য কোন আইনসঙ্গত পরোয়ানার জন্য আবেদন করতে পারবে। 
পুলিশ আইনের ২৫ ধারা মতে কোন বেওয়ারিশ মালামাল পাইলে হেফাজতে নিয়ে তালিকা প্রস্তুত করে তার বিলি ব্যবস্থার 
আদেশের জন্য ম্যাজিষ্ট্রেটের নিকট দাখিল করা। 
পুলিশ আইনের ৩০, ৩০(ক) ধারা মতে বেআইনী সমাবেশ ছত্রভঙ্গ করা। 
পুলিশ আইনের ৩১ ধারা মতে রাজপথে বা জনসমাগমের স্থানে শান্তি শৃঙ্খলা রক্ষা করা। 
পুলিশ আইনের ৩৪, ৩৪(ক) ধারা মতে যারা অপরাধজনক কাজ করে তাদের বিনা পরোয়ানায় গ্রেফতার করা। 
পুলিশ আইনের ৪৪ ধারা মতে থানার ভারপ্রাপ্ত কর্মচারীকে একটি সাধারণ ডায়রী রাখতে হবে। পিআরবি বিধি ৩৩, ১১৮।

              প্রশ্ন- ৭। পুলিশ আইন অনুসারে পুলিশের দায়িত্ব ও কর্তব্য সমূহ আলোচনা কর।

*

Post a Comment (0)
Previous Post Next Post