Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ৭। আসামী কি কোর্টে সাক্ষ্য দিতে পারে ??

উত্তরঃ নিম্নলিখিত ক্ষেত্রে একজন আসামী কোর্টে সাক্ষ্য দিতে পারেঃ 

১। দন্ডবিধি আইনের ১৬১ বা ১৬৫ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ (সংশোধন) ১৯৯২ এর ৫(২) ধারার শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা প্রমাণের জন্য শপথ গ্রহণপূর্বক আদালতে সাক্ষী দিতে পারবে। 
২। এসিড অপরাধ দমন আইন এর ১২ ধারাঃ তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর আদালত সংশ্লিষ্ট বিষয়াদি পর্যালোচনা শেষে এই মর্মে সন্তুষ্ট হয় যে, তদন্ত প্রতিবেদনে আসামী হিসেবে উল্লিখিত কোন ব্যক্তিকে ন্যায়বিচারের স্বার্থে সাক্ষী করা বাঞ্ছনীয়। তখন আদালত উক্ত ব্যক্তিকে আসামীর পরিবর্তে সাক্ষী হিসেবে গণ্য করার নির্দেশ দিতে পারবেন। এক্ষেত্রে আসামী আদালতে সাক্ষী দিতে পারে। 
৩। কোন অভিযুক্ত আসামীকে আদালত কর্তৃক রাজসাক্ষী ঘোষণা করা হলে এক্ষেত্রে আসামী কোর্টে সাক্ষী দিতে পারবে। ফৌজদারী কার্যবিধি আইনের ৩৩৭, ৩৩৮ ধারা, পিআরবি বিধি ৩৮৬, ৪৫৯, সাক্ষ্য আইনের ১৩৩ ধারা।

প্রশ্ন- ৭। আসামী কি কোর্টে সাক্ষ্য দিতে পারে?

প্রশ্ন- ৭। আসামী কি কোর্টে সাক্ষ্য দিতে পারে?

              প্রশ্ন- ৭। আসামী কি কোর্টে সাক্ষ্য দিতে পারে?

*

Post a Comment (0)
Previous Post Next Post