উত্তরঃ
মেনস রিয়া:- মেনস রিয়া হলো অপরাধ সম্পাদনের জন্য মনের ইচ্ছা বা মানসিক প্রস্তুতি। মনের ইচ্ছা হলো অপরাধের মূলভিত্তি। অপরাধ সংঘটনের ক্ষেত্রে মনের ইচ্ছা বা মানসিক অবস্থার বিচার হয়ে থাকে। যেখানে অপরাধ করার ইচ্ছা বা অভিপ্রায় নেই সেখানে অপরাধ হতে পারে না। তাই অপরাধ সংঘটনের একটি অপরিহার্য অংশ হলো মনের ইচ্ছা বা অভিপ্রায় বা মেনস রিয়া। মেনস রিয়া ছাড়া কোন অপরাধ সংঘটিত হতে পারে না। দন্ডবিধি ৪০ ধারা, ফেক্সঃ কার্যবিধি ৪(১)(ত) ধারা।
অপরাধ সংঘটনের জন্য মেনস রিয়া আবশ্যক। ইহার চারটি মেক্সলিক উপাদান রয়েছে। যথা-
১। ইচ্ছা,
২। বেপরোয়াভাব,
৩। অবহেলা,
৪। নির্দোষ অমনোযোগ। মেনস রিয়ার এ চারটি মেক্সলিক উপাদানের যে কোন একটির বিকাশের মাধ্যমে অপরাধ সংঘটিত হয়ে থাকে। ইচ্ছা ও কাজ যখন অভিনড়ব হয় কেবল তখনই অপরাধ সংঘটিত হয়। মেনস রিয়ার বাস্তবিক রূপগুলো খুবই বিভ্রান্তিকর। উদাহরণস্বরূপ- হত্যার অপরাধের ক্ষেত্রে মেনস রিয়া হলো পূর্ব পরিকল্পিত প্রতিহিংসা বা প্রতিশোধ গ্রহণের ইচ্ছা। চুরির ক্ষেত্রে মেনস রিয়া হলো চুরি করার ইচ্ছে। ধর্ষণের ক্ষেত্রে মেনস রিয়া হলো কোন মহিলার সম্মতি ছাড়া জোরপূর্বক তার সাথে যেক্সনসঙ্গম করার ইচ্ছা। চোরাইমাল গ্রহণের ক্ষেত্রে মেনস রিয়া হলো সংশ্লিষ্ট চোরাই মাল সম্পর্কে জ্ঞাত থাকা। অবহেলার দরুন মানুষের প্রাণহানির ক্ষেত্রে মেনস রিয়া অর্থ অমনোযোগিতা। সুতরাং মেনস রিয়া কথাটি মেক্সলিক অর্থ অপরাধ সম্পাদনের ইচ্ছা বা মানসিক প্রস্তুতি হলে অবস্থাভেদে ইহা ভিনড়ব হবে অর্থাৎ ইহার চারটি মেক্সলিক উপাদানের যে কোনটির মাধ্যমে প্রকাশ পাবে।