উত্তরঃ
পুলিশ আইন অনুসারে পুলিশের ক্ষমতা গুলো নিম্নেবর্ণনা করা হলোঃ-
১। পুলিশ আইনের ৫ ধারা মতে ইন্সপেক্টর জেনারেল কে দেশের সকল জেলায় ম্যাজিষ্ট্রেটের পূর্ণ ক্ষমতা দেয়া হয়েছে।
২। পুলিশ আইনের ১৭ ধারা মতে বেআইনী সমাবেশ দ্বারা ক্ষতিগ্রস্থ এলাকা আশংকামুক্ত করার জন্য পুলিশ অফিসারকে ক্ষমতা দেয়া হয়েছে।
৩। পুলিশ আইনের ২৩ ধারায় প্রদত্ত ক্ষমতা সমূহ প্রয়োগের জন্য পুলিশ কর্মকর্তা ও কর্মচারী যে কোন মদ, জুয়া, গাঁজা, সরাবখানা, পতিতালয়, অসৎ চরিত্রের লোকদের আড্ডাখানায় বিনা পরোয়ানায় প্রবেশ করে সেখানে তল্লাশি করতে ও অপরাধীদের গ্রেফতার করতে পারবেন।
৪। পুলিশ আইনের ২৪ ধারা মতে যে কোন অপরাধ সম্পর্কে ম্যাজিষ্ট্রেটকে অবহিত করতে এবং যে কোন অপরাধীর প্রতি সমন, ওয়ারেন্ট বা খানা তল্লাশির পরোয়ানা বা অন্য কোন আইনসঙ্গত পরোয়ানার জন্য আবেদন করতে পারবে।
৫। পুলিশ আইনের ২৫ ধারা মতে পুলিশ অফিসার কোন বেওয়ারিশ মালামাল পাইলে হেফাজতে নিয়ে তালিকা প্রস্তুত করে তার বিলি ব্যবস্থার আদেশের জন্য ম্যাজিষ্ট্রেটের নিকট দাখিল করতে পারবেন।
৬। পুলিশ আইনের ৩০ ধারা মতে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার শোভাযাত্রা, গান বাজনা, সভা-সমাবেশ, মিছিল ইত্যাদি করার উদ্দেশ্যে কেউ আবেদন করলে প্রয়োজনীয় আইনসঙ্গত শর্ত সাপেক্ষে লাইসেন্স মঞ্জুর করতে পারবেন।
৭। পুলিশ আইনের ৩০(ক) ধারা মতে লাইসেন্সের শর্ত ভঙ্গকারী শোভাযাত্রা, সভা, সমাবেশ, মিছিলকে পুলিশ অফিসার ছত্রভঙ্গ হওয়ার আদেশ দিতে পারেন এবং প্রয়োজনবোধে বল প্রয়োগ করে উহা ছত্রভঙ্গ করতে পারবেন এবং লাইসেন্স বাতিল করতে পারবেন।
৮। পুলিশ আইনের ৩১ ধারা মতে রাজপথে বা জনসমাগমের স্থানে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ অফিসারকে ক্ষমতা দেয়া
৯। যে শহরে সরকার কর্তৃক পুলিশ আইন বলবৎ করা হয়েছে সেখানে কোন ব্যক্তি যদি পুলিশ আইনের ৩৪ ধারা মতে কোন অপরাধমূলক কাজ করে তবে পুলিশ অফিসার তাদের বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন।
১০। পুলিশ আইনের ৩৪(ক) ধারা মতে কোন চিত্ত বিনোদন স্থলের দর্শক প্রবেশের টিকিট নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রয় করলে অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন।
১১। পুলিশ আইনের ৪৪ ধারা মতে পুলিশ অফিসারকে থানায় নির্ধারিত ফরমে জেনারেল ডায়রী রাখার ক্ষমতা দেয়া হয়েছে। এই ডায়রীতে পুলিশের কার্যক্রম, এলাকার সংবাদ, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, মহামারী, জলোচ্ছাস, অগিড়ব সংযোগ, গরু মহিষ হারানোর সংবাদ, মানুষ নিখোঁজের সংবাদ এবং এলাকার পরিস্থিতি ইত্যাদি বিষয় তথ্য লিপিবদ্ধ করার জন্য পুলিশ অফিসারকে ক্ষমতা দেয়া হয়েছে।