উত্তরঃ
সাক্ষ্য আইনের ১১৮ ধারা মতে সকল ব্যক্তি আদালতে সাক্ষ্য দেয়ার জন্য যোগ্য। এছাড়া আদালত যদি মনে করেন যে, সাক্ষীর বয়স অল্প বা শিশু বা অতি বৃদ্ধ লোক বা ক্সদহিক বা মানসিক ব্যাধি বা অনুরূপ অন্য কোন কারণে তাকে জিজ্ঞাসিত প্রশ্ন- বুঝে বা সেই প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম হয় এ ধরনের সাক্ষীও আদালতে সাক্ষ্য দিতে পারবে।
সাক্ষ্য আইনের ১১৯ ধারা মতে কোন বোবা লোক আদালতে হাজির হয়ে যদি কোন বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে আদালতের প্রশ্ন- বুঝে ইশারা বা আকার ইঙ্গিতের মাধ্যমে বা লিখিতভাবে উক্ত প্রশ্নের জবাব দিতে সক্ষম হলে এ ধরনের বোবা লোক আদালতে সাক্ষ্য দিতে পারবে।
সাক্ষ্য আইনের ১৩৪ ধারা মতে একটি মামলার কোন বিষয় প্রমাণ করার জন্য নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন নাই। শুধুমাত্র একজন সাক্ষী দ্বারাও মামলা নিঃসন্দেহে প্রমাণ করা যায়।