Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ৩। থানা পুলিশের কাজের গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে একটি সুপারিশমালা লিখ।

উত্তরঃ

থানা পুলিশের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে সুপারিশমালা নিম্নরূপঃ- 
১। থানা পুলিশের কর্মকর্তা, কর্মচারীগণ স্বচ্ছতা, সততা, নিরপেক্ষতা বজায় রাখবেন এবং জবাবদিহিতার মাধ্যমে কাজ করবেন। 
২। থানায় মামলার অভিযোগ এলে ত্বরিত রুজু করা, ডাক্তারী সনদপত্রের অজুহাতে বিলম্ব না করা। 
৩। থানায় আগত ব্যক্তির যুক্তিসঙ্গত চাহিদা মোতাবেক সাথে সাথে জিডি এন্ট্রি করা। 
৪। অবৈধ  গ্রেফতার ও অবৈধ  আটক বন্ধ করা। 
৫। থানায় আগত ব্যক্তির সাথে ভাল ব্যবহার করা, তাদের সমস্যা শুনে তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা। 
৬। থানায় আগত শিশুর সাথে অভিভাবক সুলভ আচরণ করা। শিশুর প্রতি আপত্তিকর উক্তি বা অশালীন ভাষা প্রয়োগ থেকে বিরত থাকা। 
৭। থানায় আগত কোন ভিকটিম বা কোনো নারীর মর্যাদা ক্ষুনড়ব হয় এমন ভাষা প্রয়োগ থেকে বিরত থাকা। 
৮। জনগণের যে কোন বিপদে পুলিশ তাদের পাশে দাঁড়াবে। পুলিশ দুষ্টের দমন, শিষ্টের পালনের মাধ্যমে দায়িত্ব পালন করবে। 
৯। অন্যের মেক্সলিক অধিকার যাতে খর্ব না হয় সেদিকে পুলিশকে সদা সর্বদা সচেষ্ট থাকতে হবে। 
১০। ধর্ম, বর্ণ, পেশা, সামাজিক অবস্থান ও প্রতিবন্ধীসহ সকলকে সমান সেবা প্রদান করতে হবে। কোন ক্সবষম্য প্রদর্শন করা যাবে না। 
১১। পুলিশ হবে জনগণের বিপদের প্রকৃত বন্ধু। 
১২। আলাপ-আলোচনা কালে নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দেয়া যাবে না। অপরের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। 
১৩। মামলা সঠিকভাবে তদন্ত করা, মামলা তদন্ত ঝুলিয়ে না রাখা। 
১৪। মামলা তদন্তকালে কাউকে হয়রানি না করা। 
১৫। মামলা তদন্তে ও ক্সদনন্দিন কাজে থানায় যে সমস্ত উপকরণ প্রয়োজন তা সরকারীভাবে সরবরাহের ব্যবস্থা করা। 
১৬। পুলিশ আইনের ২৩ ধারা এবং পিআরবি বিধি ৩৩, ১১৮, ২০৮, ২৬০ অনুসরণ করা।

প্রশ্ন- ৩। থানা পুলিশের কাজের গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে একটি সুপারিশমালা লিখ।
প্রশ্ন- ৩। থানা পুলিশের কাজের গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে একটি সুপারিশমালা লিখ।
প্রশ্ন- ৩। থানা পুলিশের কাজের গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে একটি সুপারিশমালা লিখ।

প্রশ্ন- ৩। থানা পুলিশের কাজের গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে একটি সুপারিশমালা লিখ।

*

Post a Comment (0)
Previous Post Next Post