Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ৬। পুলিশ আইনের ৩৪ ধারার শর্ত ও পূর্বশর্ত সমূহ আলোচনা করুন।

উত্তরঃ

পুলিশ আইনের ৩৪ ধারার শর্ত সমূহ হলোঃ
১। অনাবৃত জায়গায় গবাদিপশু জবাই করা বা বেপরোয়াভাবে ঘোড়া ছুটান বা অন্য কোন পশু তাড়না করা। 
২। নিষ্ঠুরভাবে কোন জীব-জানোয়ারকে মারধর করা। 
৩। জনসাধারণের অসুবিধার সৃষ্টি করে রাস্তায় গাড়ি-ঘোড়া দাঁড় করে রাখা। 
৪। খোলা জায়গায় বিক্রয়ের জন্য মাল ফেলে রাখা। 
৫। রাস্তায় আবর্জনা নিক্ষেপ করা, রাস্তার ধারে গোয়াল বা আস্তাবল করে বা কারখানা ইত্যাদি হতে দুর্গন্ধ নির্গত করা। 
৬। মাতাল অবস্থায় রাস্তায় বেড়ান। 
৭। রাস্তায় মলমূত্র ত্যাগ করা বা উলঙ্গ হয়ে বেড়ান বা শরীরের কুৎসিত ব্যধি প্রদর্শন করা। 
৮। বিপজ্জনক জায়গা খোলা বা অরক্ষিত রাখা। 
     পুলিশ আইনের ৩৪ ধারার পূর্বশর্ত সমূহ হলোঃ 
১। অপরাধটি পেক্সর এলাকায় বা সরকার ঘোষিত কোন শহর এলাকায় হতে হবে। 
২। জনসাধারণের অসুবিধার সৃষ্টি হতে হবে। 
৩। পুলিশ অফিসারের সম্মুখে অপরাধটি হতে হবে।

              প্রশ্ন- ৬। পুলিশ আইনের ৩৪ ধারার শর্ত ও পূর্বশর্ত সমূহ আলোচনা করুন।
প্রশ্ন- ৬। পুলিশ আইনের ৩৪ ধারার শর্ত ও পূর্বশর্ত সমূহ আলোচনা করুন।
              প্রশ্ন- ৬। পুলিশ আইনের ৩৪ ধারার শর্ত ও পূর্বশর্ত সমূহ আলোচনা করুন।

প্রশ্ন- ৬। পুলিশ আইনের ৩৪ ধারার শর্ত ও পূর্বশর্ত সমূহ আলোচনা করুন।

*

Post a Comment (0)
Previous Post Next Post