Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ৩০। তদন্তকারী অফিসার কর্তৃক বিচারিক নথিতে কি কি কাগজপত্র বা দলিলাদি প্রেরণ করা উচিত ?

উত্তরঃ

তদন্তকারী অফিসার কর্তৃক বিচারিক নথিতে নিম্নবর্ণিত কাগজপত্র বা দলিলাদি প্রেরণ করা উচিত বা প্রেরণ করতে হবেঃ 
১. বাদীর দাখিলকৃত প্লেন পেপার এজাহার। ফৌজদারী কার্যবিধি ১৫৪ ধারা, পিআরবি বিধি ২৪৩ 
২. সরকারী ফরমে লিপিবদ্ধকৃত এজাহার। ফৌজদারী কার্যবিধি ১৫৪ ধারা, পিআরবি বিধি ২৪৩ 
৩. ক্সহ.চ বিজ্ঞাপন, পিআরবি বিধি ২৫০। 
৪. ঘটনাস্থলে উপস্থিত হয়ে উৎসুক জনতার তোলা ছবি। পিআরবি ৬৩৫, ৬৩৮ 
৫. ঘটনাস্থলের ক্রাইমসিন অর্থাৎ অপরাধ সংঘটনস্থলের ছবি। পিআরবি ৬৩৫, ৬৩৮ 
৬. খসড়া মানচিত্র ও সূচীপত্র। পিআরবি বিধি ২৭৩। 
৭. জব্দ তালিকা বা তল্লাশি তালিকা। ফৌজদারী কার্যবিধি’র ধারা ১০৩(২), পিআরবি বিধি ২৮০। 
৮. মৃত্যুকালীন জবানবন্দী। সাক্ষ্য আইনের ধারা ৩২(১), পিআরবি বিধি ২৬৬। 
৯. সুরতহাল রিপোর্ট। কার্যবিধি’র ধারা ১৭৪ ধারা, পিআরবি বিধি ২৯৯। 
১০. ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণের চালান। পিআরবি বিধি ৩০৪, ৩০৫। 
১১. লাশ বহনের মফস্বল সিসি, পিআরবি বিধি ৩০৪, ৩০৫। 
১২. ময়না তদন্ত রিপোর্ট। পিআরবি বিধি ৩০৬, ৩০৭, সাক্ষ্য আইনের ৪৫ ধারা। ফেক্সঃ কার্যবিধির ৫০৯-ক ধারা। 
১৩. আহতদের মেডিকেল/জখমী সনদ। পিআরবি বিধি ৩১২, সাক্ষ্য আইনের ৪৫ ধারা। 
১৪. কোন ভিকটিমের মৃত্যু হলে সেক্ষেত্রে ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সনদ। সাক্ষ্য আইনের ৪৫ ধারা। 
১৫. কার্যবিধি ১৬১ ধারায় বাদী/সাক্ষীর জবানবন্দী, পিআরবি বিধি ২৬৫। 
১৬. আসামীর ইতিবৃত্ত ও সম্পত্তির তালিকা। পিআরবি বিধি ১১২৩। 
১৭. বিশেষজ্ঞ মতামত সংগ্রহের জন্য বিভিনড়ব সংস্থা বরাবর ফরোয়ার্ডিং লেটার। সাক্ষ্য আইনের ৪৫ ধারা। 
১৮. বিশেষজ্ঞ মতামত সম্বলিত রিপোর্ট। সাক্ষ্য আইনের ৪৫ ধারা। ফৌজদারী কার্যবিধির ৫১০ ধারা। 
১৯. পিসিপিআর যাচাইয়ের জন্য ইনকোয়ারি স্লিপ। পিআরবি ৩৮৯। 
২০. সংশ্লিষ্ট থানা হতে প্রাপ্ত ইনকোয়ারি স্লিপ এর উত্তর অর্থাৎ এসসিডি বা অতিরিক্ত কেস ডায়রী, পিআরবি ৩৮৯। 
২১. আসামী কোর্টে প্রেরণের চালান ও রিমান্ড আবেদন। কার্যবিধি’র ধারা ১৬৭, পিআরবি বিধি ৩২৪। 
২২. ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মূলে জবানবন্দী গ্রহণের জন্য আসামী কোর্টে প্রেরণের চালান 

২৩. পুনঃ রিমান্ডের ক্ষেত্রে আসামী গ্রহণের জন্য জেলা সুপারের নিকট ফরোয়ার্ডিং, ফৌজদারী কার্যবিধি’র ধারা ১৬৭, পিআরবি বিধি ৩২৪। 
২৪. অজ্ঞাত লাশের ক্ষেত্রে বিভিনড়ব স্থানে পত্র প্রেরণ। ফৌজদারী কার্যবিধির ধারা ১৫৬ 
২৫. অজ্ঞাত লাশের ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের চিঠি ও প্রকাশিত বিজ্ঞপ্তি 
২৬. কেস ডায়রী। ফৌজদারী কার্যবিধি’র ধারা ১৭২, পিআরবি বিধি ২৬৩, ২৬৪। 
২৭. মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন। ফৌজদারী কার্যবিধির ১৫৬, ১৭৩ ধারা 
২৮. মেমো অব এভিডেন্স ও চার্ট অব এভিডেন্স, পিআরবি বিধি ২৭৪। 
২৯. চার্জশিট বা ফাইনাল রিপোর্ট। ফৌজদারী কার্যবিধি’র ধারা ১৭৩, পিআরবি বিধি ২৭২, ২৭৫। 
৩০. কেস ডকেট প্রেরণের ফরোয়ার্ডিং চিঠি 
৩১. কোর্ট অফিসার কর্তৃক ব্রীফ ইস্যু হলে উহার কপি। পিআরবি বিধি ৪০৪

              প্রশ্ন- ৩০। তদন্তকারী অফিসার কর্তৃক বিচারিক নথিতে কি কি কাগজপত্র বা দলিলাদি প্রেরণ করা উচিত ?
প্রশ্ন- ৩০। তদন্তকারী অফিসার কর্তৃক বিচারিক নথিতে কি কি কাগজপত্র বা দলিলাদি প্রেরণ করা উচিত ?
              প্রশ্ন- ৩০। তদন্তকারী অফিসার কর্তৃক বিচারিক নথিতে কি কি কাগজপত্র বা দলিলাদি প্রেরণ করা উচিত ?

প্রশ্ন- ৩০। তদন্তকারী অফিসার কর্তৃক বিচারিক নথিতে কি কি কাগজপত্র বা দলিলাদি প্রেরণ করা উচিত ?

*

Post a Comment (0)
Previous Post Next Post