উত্তরঃ
তদন্তকারী অফিসারকে জবানবন্দী গ্রহণের সময় সাক্ষী এবং বাদীর সম্পর্ক কি তা উল্লেখ থাকা উচিত। তা না হলে জেরার সময় আসামী পক্ষ সাক্ষীর সম্পর্ক নিয়ে আদালতে সাবমিশন দেন যে, তদন্তকারী অফিসার উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাদীর সাথে সাক্ষীর সম্পর্কের বিষয়টি গোপন রেখেছেন। কেবলমাত্র সাক্ষীদের মধ্যকার আত্মীয়তা বা ঘনিষ্টতার কারণে সাক্ষ্য দুর্বল হবে না। মূলত অপরাধ সংঘটনের সময় সাক্ষী প্রত্যক্ষদর্শী ছিল কি না অথবা পরোক্ষ অবস্থানে ছিল কি না উহাই মূল বিষয়। ফৌজদারী কার্যবিধির ১৬১ ধারা, পিআরবি বিধি ২৬৫। সাক্ষ্য আইনের ৫০ ধারা।