উত্তরঃ
বিদ্যমান আইন সমূহে মিথ্যা মামলা দায়েরের জন্য যে সকল শাস্তির বিধান রয়েছে তা নিম্নেআলোচনা করা হলোঃ
১। কেউ মিথ্যা মামলা দায়ের বা মিথ্যা এজাহার দায়ের করলে তদন্তকারী কর্মকর্তা ঘটনা তদন্ত শেষে “ফাইনাল রিপোর্ট-মিথ্যা” মর্তে বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করবেন। ফৌজদারী কার্যবিধির ১৭৩ ধারা, পিআরবি বিধি ২৭৫।
২। যদি কোন ব্যক্তি অপর কোন ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করে তাহলে দন্ডবিধির ২১১ ধারা মতে উহা শাস্তিযোগ্য এবং তদন্তকারী কর্মকর্তা বাদীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দাখিল করবেন।
৩। নারী ও শিশু নির্যাতন দমন আইনে কাউকে হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়েরের শাস্তি, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারা।
৪। আইন-শৃঙ্খলা বিঘড়বকারী (দ্রুত বিচার) আইনে যদি কোন ব্যক্তি অপর কোন ব্যক্তির ক্ষতি বা হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করে তাহলে তার শাস্তি আইন-শৃঙ্খলা বিঘড়বকারী (দ্রুত বিচার) আইনের ৬ ধারা।
৫। এসিড অপরাধ দমন আইনে যদি কোন ব্যক্তি অপর কোন ব্যক্তির ক্ষতি বা হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করে তাহলে তার এসিড অপরাধ দমন আইনের ৮ ধারা। পিআরবি বিধি ২৭৯, ২৫৪।