Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ২। অনুসন্ধান কি ? কোন কোন ক্ষেত্রে অনুসন্ধান পরিচালনা করা যায় ? পদ্ধতিসহ অনুসন্ধান প্রক্রিয়া বর্ণনা করুন।

প্রশ্ন- ২। অনুসন্ধান কি ? কোন কোন ক্ষেত্রে অনুসন্ধান পরিচালনা করা যায় ? পদ্ধতিসহ অনুসন্ধান প্রক্রিয়া বর্ণনা করুন।

উত্তরঃ অনুসন্ধান:- অনুসন্ধান বলতে ফৌজদারী কার্যবিধি অনুসারে কোন ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক পরিচালিত বিচার ব্যতীত অন্য সকল অনুসন্ধান কার্যকে বুঝাবে। ফৌজদারী কার্যবিধি ৪(১)(ট) ধারা।
পিআরবি বিধি ২৮০ ও ফৌজদারী কার্যবিধির ১০২, ১০৩, ১৬৫ ও ১৬৬ ধারা মতে তল্লাশির জন্য গৃহীত সকল কার্যক্রমকেও অনুসন্ধান হিসেবে অভিহিত করা হয়। অর্থাৎ তল্লাশি ও অনুসন্ধান সমার্থক বিষয়।

এছাড়া বিশেষ ক্ষেত্রে পুলিশ অফিসার কর্তৃক তদন্তের ক্ষেত্রে বা তদন্ত ব্যতীত কোন বিষয়ে সত্যতা যাচাইয়ের নিমিত্তে গৃহীত কার্যক্রমকেও অনুসন্ধান বুঝায়। উদাহরণ- পিআরবি বিধি ৩৮৯ মোতাবেক কোন থানায় রুজুকৃত মামলার গ্রেফতারকৃত বা পলাতক বা ফেরারী আসামীর স্থায়ী ঠিকানা যদি অন্য থানায় হয় তাহলে ঐ থানা হতে আসামীর স্থায়ী ঠিকানার থানার অফিসার ইনচার্জ বরাবর আসামীর নাম, ঠিকানা, স্বভাব চরিত্র, পূর্ববর্তী অপরাধ ও শাস্তির রেকর্ড ইত্যাদি তথ্য যাচাই ও প্রাপ্তির জন্য বিপি
ফরম নং-৭৬ ও ৭৭ মোতাবেক যে স্লিপ বা পত্র প্রেরণ করা হয় তাকে অনুসন্ধান স্লিপ বুঝায়।

পুলিশ অফিসার নিম্নলিখিত ক্ষেত্রে অনুসন্ধান পরিচালনা করতে পারেনঃ-

১। থানার ওসি বা তদন্তকারী অফিসার লুন্ঠিত বা চোরাইমাল উদ্ধার বা আটক মানুষ উদ্ধারে বা কাউকে গ্রেফতারের জন্য নিজে অথবা নিজে অক্ষম হলে সেক্ষেত্রে লিখিতভাবে অধঃস্তন অন্য কোনো অফিসারের মাধ্যমে ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৫(৩) ধারা ও পিআরবি বিধি ২৮০(গ) মতে তল্লাশি বা অনুসন্ধান করাতে পারেন। কার্যবিধির ১০২, ১০৩ ধারা।
২। থানার ওসি বা তদন্তকারী অফিসার লুন্ঠিত বা চোরাইমাল উদ্ধার বা আটক মানুষ উদ্ধারে বা কাউকে গ্রেফতারের জন্য ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৬ ধারা মতে অন্য থানার অফিসারের নিকট লিখিতভাবে অনুসন্ধানের আদেশ বা অনুরোধ প্রেরণ করতে পারেন।
৩। পুলিশ অফিসার যদি তার অধিক্ষেত্রের মধ্যে জুয়াখেলা হচ্ছে বা জুয়াখেলার সরঞ্জাম আছে এমন সংবাদ পান তাহলে উক্ত জুয়াখেলার সরঞ্জাম আটকের জন্য জুয়া আইনের ৫ ধারা মতে তল্লাশি বা অনুসন্ধান পরিচালনা করতে পারেন।
৪। কোন অপরাধমূলক কাগজপত্র বা জিনিসপত্র কোথাও লুকানো আছে এমন সংবাদ জানতে পারলে তৎক্ষনাৎ পুলিশ সুপার উক্ত স্থান তল্লাশির জন্য সরকারী গোপনীয়তা আইনের ১১(২) ধারা মতে তল্লাশি বা অনুসন্ধানের আদেশ দিতে পারেন।

পিআরবি বিধি ২৮০ ও ফৌজদারী কার্যবিধির ১০২, ১০৩, ১৬৫ ও ১৬৬ ধারা।

পদ্ধতিসহ অনুসন্ধান প্রক্রিয়া নিম্নেবর্ণনা করা হলোঃ এই অধ্যায়ের ১নং প্রশ্নের তল্লাশির আগের নিয়মাবলী, তল্লাশির
সময়ের নিয়মাবলী ও তল্লাশির পরের নিয়মাবলী --- এই তিনটি অংশে তল্লাশির পরিবর্তে অনুসন্ধান শব্দ ব্যবহারে এই অংশের উত্তর প্রদান করা যাবে। অর্থাৎ তল্লাশির নিয়মাবলী ও অনুসন্ধান প্রক্রিয়া সমার্থক।


             প্রশ্ন- ২। অনুসন্ধান কি ? কোন কোন ক্ষেত্রে অনুসন্ধান পরিচালনা করা যায় ? পদ্ধতিসহ অনুসন্ধান প্রক্রিয়া বর্ণনা করুন।

             প্রশ্ন- ২। অনুসন্ধান কি ? কোন কোন ক্ষেত্রে অনুসন্ধান পরিচালনা করা যায় ? পদ্ধতিসহ অনুসন্ধান প্রক্রিয়া বর্ণনা করুন।

প্রশ্ন- ২। অনুসন্ধান কি ? কোন কোন ক্ষেত্রে অনুসন্ধান পরিচালনা করা যায় ? পদ্ধতিসহ অনুসন্ধান প্রক্রিয়া বর্ণনা করুন।

*

Post a Comment (0)
Previous Post Next Post