Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ১৪। একজন পুলিশ অফিসার কোন ধারার ক্ষমতাবলে যানবাহনের কাগজপত্র আটক করতে পারেন? সড়ক দূর্ঘটনার কারণে কোন পথচারী আহত হলে চালকের দায়িত্ব ও কর্তব্য কি কি ?

প্রশ্ন- ১৪। একজন পুলিশ অফিসার কোন ধারার ক্ষমতাবলে যানবাহনের কাগজপত্র আটক করতে পারেন? সড়ক দূর্ঘটনার কারণে কোন পথচারী আহত হলে চালকের দায়িত্ব ও কর্তব্য কি কি ?

উত্তরঃ 
একজন পুলিশ অফিসার নিম্নলিখিত ক্ষেত্রে একজন গাড়ী চালকের কাগজপত্র আটক করতে পারেনঃ-
১। একজন এসআই বা সার্জেন্ট পদমর্যাদার পুলিশ অফিসার ইউনিফর্ম পরিহিত কর্তব্যরত অবস্থায় একজন মোটরযান চালকের ও গাড়ীর কাগজপত্র মোটরযান আইনের ১০১ ধারা মতে পরীক্ষা করতে পারেন। 
২। মোটরযান আইনের ১৬১ ধারা মতে কোন পুলিশ অফিসার যদি বিশ্বাস করেন যে, কোন মোটর গাড়ী শনাক্তকরণ চিহ্ন বা কোন লাইসেন্স বা পারমিট, রেজিষ্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, বীমা সার্টিফিকেট বা অন্যান্য কাগজপত্র চালক বা মোটর গাড়ীর দায়িত্বপ্রাপ্ত কোন ব্যক্তি প্রদর্শন করেছে যা দন্ডবিধি আইনের ৪৬৪ ধারা অনুযায়ী মিথ্যা বা জাল, তাহলে পুলিশ অফিসার এইরূপ কাগজপত্র আটক করবেন এবং মোটর গাড়ীর মালিককে তলব করবেন। মোটরযান আইনের ১৬১ ধারার ২ উপধারা মতে পুলিশ অফিসার কাগজপত্র অর্পনকারী ব্যক্তিকে প্রাপ্তি স্বীকারপত্র প্রদান করবেন যা দ্বারা চালক সাময়িকভাবে গাড়ী চালাতে পারবেন। 
 সড়ক দূর্ঘটনার কারণে কোন পথচারী আহত হলে মোটরযান চালকের দায়িত্ব ও কর্তব্য নিম্নেবর্ণনা করা হলোঃ 
১। সড়ক দূর্ঘটনার কারণে কোন পথচারী আহত হলে সংশ্লিষ্ট মোটরযান চালক আহত ব্যক্তির চিকিৎসা নিশ্চিত করার জন্য যুক্তিসঙ্গত সকল প্রকার পদক্ষেপ নিবেন এবং প্রয়োজনবোধে আহত ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে প্রেরণ করবেন। মোটরযান আইনের ১০৪(ক) ধারা। 
২। দূর্ঘটনার বিষয়ে কোন পুলিশ অফিসারের দাবী অনুযায়ী যে কোন তথ্য প্রদান করবেন। পুলিশ অফিসার নিকটে না থাকলে যত তাড়াতাড়ি সম্ভব দূর্ঘটনার ২৪ ঘন্টার মধ্যে নিকটবর্তী থানায় বিস্তারিত ঘটনা ব্যক্ত করতে হবে। মোটরযান আইনের ১০৪(খ) ধারা। দূর্ঘটনার বিষয়ে বর্ণিত দুটি কাজ মোটরযান চালক সম্পাদন না করলে মোটরযান আইনের ১৪৬ ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ হবে।

              প্রশ্ন- ১৪। একজন পুলিশ অফিসার কোন ধারার ক্ষমতাবলে যানবাহনের কাগজপত্র আটক করতে পারেন? সড়ক দূর্ঘটনার কারণে কোন পথচারী আহত হলে চালকের দায়িত্ব ও কর্তব্য কি কি ?
              প্রশ্ন- ১৪। একজন পুলিশ অফিসার কোন ধারার ক্ষমতাবলে যানবাহনের কাগজপত্র আটক করতে পারেন? সড়ক দূর্ঘটনার কারণে কোন পথচারী আহত হলে চালকের দায়িত্ব ও কর্তব্য কি কি ?

প্রশ্ন- ১৪। একজন পুলিশ অফিসার কোন ধারার ক্ষমতাবলে যানবাহনের কাগজপত্র আটক করতে পারেন? সড়ক দূর্ঘটনার কারণে কোন পথচারী আহত হলে চালকের দায়িত্ব ও কর্তব্য কি কি ?

*

Post a Comment (0)
Previous Post Next Post