Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ১২। মোটরযান আইনের কোন কোন ধারায় অপরাধের জন্য পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করে পারে?

প্রশ্ন- ১২। মোটরযান আইনের কোন কোন ধারায় অপরাধের জন্য পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করে পারে?

উত্তরঃ
মোটরযান আইনের ৩২, ৫১, ১৪৩, ১৪৪, ১৪৫, ১৪৬, ১৪৭, ১৪৮, ১৪৯, ১৫৪ ও ১৫৬ ধারায় শাস্তিযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ অফিসার মোটরযান চালককে বিনা পরোয়ানায় মোটরযান আইনের ১৬০ ধারা মতে গ্রেফতার করতে পারেন। 
 নিম্নলিখিত অপরাধের ক্ষেত্রে মোটরযান আইনের ১৬০ ধারা মতে পুলিশ অফিসার কোন মোটরযান চালককে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেনঃ- 
১। মোটরযান আইনের ৩২ ধারা- মোটরযানের রেজিষ্ট্রেশন না থাকলে। 
২। মোটরযান আইনের ৫১ ধারা- রুট পারমিট ছাড়া গাড়ি চালালে। 
৩। মোটরযান আইনের ১৪৩ ধারা- বেপরোয়া ও দ্রুত গাড়ি চালালে। 
৪। মোটরযান আইনের ১৪৪ ধারা- মদ্যপান করে মাতাল অবস্থায় গাড়ি চালালে। 
৫। মোটরযান আইনের ১৪৫ ধারা- শারীরিক ও ক্সদহিক অনুপযুক্ত অবস্থায় গাড়ি চালালে। 
৬। মোটরযান আইনের ১৪৬ ধারা- দুর্ঘটনা সংক্রান্তে অপরাধের ক্ষেত্রে চালক যথাযথ ব্যবস্থা না নিলে বা থানায় সংবাদ না দিলে। 
৭। মোটরযান আইনের ১৪৭ ধারা- অত্র আইনে কোন ব্যক্তি ১৪৩, ১৪৫ ধারার অপরাধ সংঘটনে সহায়তা করলে। 
৮। মোটরযান আইনের ১৪৮ ধারা- মোটর গাড়ির মাধ্যমে দেক্সড়বাজি বা প্রতিযোগিতা করলে। 
৯। মোটরযান আইনের ১৪৯ ধারা- নিরাপদ বিহীন অবস্থায় গাড়ি ব্যবহার করলে। 
১০। মোটরযান আইনের ১৫৪ ধারা- অনুমোদিত ওজন ব্যতীত গাড়িতে অতিরিক্ত ওজন বহন করলে। 
১১। মোটরযান আইনের ১৫৬ ধারা- গাড়ির মালিক বা উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত গাড়ি চালালে বা চালিয়ে বাইরে নিয়ে গেলে। 
১২। মোটরযান আইনের ১৬০(২)-ক ধারা- কোন গাড়ি চালক নাম, ঠিকানা দিতে অস্বীকার করলে বা মিথ্যা নাম ঠিকানা দিলে। 
১৩। মোটরযান আইনের ১৬০(২)-খ ধারা- কোন অপরাধী পালিয়ে যাবে তলব করা হলে হাজির হবে না সেই ব্যক্তিকে।

              প্রশ্ন- ১২। মোটরযান আইনের কোন কোন ধারায় অপরাধের জন্য পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করে পারে?

প্রশ্ন- ১২। মোটরযান আইনের কোন কোন ধারায় অপরাধের জন্য পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করে পারে?

              প্রশ্ন- ১২। মোটরযান আইনের কোন কোন ধারায় অপরাধের জন্য পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করে পারে?

*

Post a Comment (0)
Previous Post Next Post