Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ১৬। রেলওয়ে আইন অনুসারে কোন কোন ক্ষেত্রে পুলিশ অফিসার অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে?

প্রশ্ন- ১৬। রেলওয়ে আইন অনুসারে কোন কোন ক্ষেত্রে পুলিশ অফিসার অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে?

উত্তরঃ 
রেলওয়ে আইন অনুসারে নিম্নলিখিত ক্ষেত্রে পুলিশ অফিসার কোন অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেঃ- 
১। রেলওয়ে আইনের ১০০ ধারা মতে কোন রেল কর্মচারী মাতাল বা নেশাগ্রস্থ অবস্থায় কর্তব্য সম্পাদন করলে। 
২। রেলওয়ে আইনের ১০১ ধারা মতে কোন রেল কর্মচারীর কাজের দ্বারা কোন ব্যক্তির নিরাপত্তা বিপনড়ব হলে। 
৩। রেলওয়ে আইনের ১১৯ ধারা মতে যদি কোন ব্যক্তি মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় আরোহন করে। 
৪। রেলওয়ে আইনের ১২০ ধারা মতে যদি কোন ব্যক্তি রেলগাড়ীতে মাতলামি বা উপদ্রব করে। 
৫। রেলওয়ে আইনের ১২১ ধারা মতে যদি কোন ব্যক্তি রেল কর্মচারীকে তার কর্তব্যকর্মে বাধা প্রদান করে বা বিঘড়ব সৃষ্টি করে। 
৬। রেলওয়ে আইনের ১২৬ ধারা মতে যদি কোন ব্যক্তি দুরভিসন্ধিমূলকভাবে রেলগাড়ী ধ্বংস করে বা ধ্বংস করার চেষ্টা করে। 
৭। রেলওয়ে আইনের ১২৭ ধারা মতে দুরভিসন্ধিমূলকভাবে কোন রেলযাত্রীকে আহত করলে বা আহত করার চেষ্টা করলে। 
৮। রেলওয়ে আইনের ১২৮ ধারা মতে কোন ব্যক্তি ইচ্ছাকৃত কাজের দ্বারা রেলযাত্রীর নিরাপত্তা বিপনড়ব করলে। 
৯। রেলওয়ে আইনের ১২৯ ধারা মতে বেপরোয়া বা অবহেলামূলক কাজের দ্বারা রেলযাত্রীর নিরাপত্তা বিপনড়ব করলে। 
১০। রেলওয়ে আইনের ১৩০(ক) ধারা মতে কোন সন্দেহজনক চোরকে রেল কর্মচারী বা পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করে তল্লাশি করতে পারবেন। 
১১। রেলওয়ে আইনের ১৩১ ধারা মতে উপরোক্ত অপরাধগুলো কোন রেল কর্মচারী বা পুলিশ অফিসারের সামনে কেউ করলে তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাবে। পিআরবি বিধি ৩১৬।

              প্রশ্ন- ১৬। রেলওয়ে আইন অনুসারে কোন কোন ক্ষেত্রে পুলিশ অফিসার অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে?
              প্রশ্ন- ১৬। রেলওয়ে আইন অনুসারে কোন কোন ক্ষেত্রে পুলিশ অফিসার অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে?

প্রশ্ন- ১৬। রেলওয়ে আইন অনুসারে কোন কোন ক্ষেত্রে পুলিশ অফিসার অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে?

*

Post a Comment (0)
Previous Post Next Post