Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ১৮। জেলা বিশেষ শাখার কাজ কি বর্ণনা কর।

প্রশ্ন- ১৮। জেলা বিশেষ শাখার কাজ কি বর্ণনা কর।

উত্তরঃ
জেলা বিশেষ শাখা বা ডিএসবি বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহকারী প্রতিষ্ঠান। নিম্নেজেলা বিশেষ শাখার কার্যাবলী আলোচনা করা হলোঃ- 
১। দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা ও রাজ.নতিক পরিস্থিতি সম্পর্কে অগ্রিম এবং তাৎক্ষনিক ঘটনাসমূহের সংবাদ সংগ্রহ করে উহা যথাসময়ে কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করা। 
২। চোর, ডাকাত, ছিনতাইকারী, পাচারকারী, বেআইনী অস্ত্র বহনকারী, মাদক ব্যবসায়ী, চোরাচালানী ইত্যাদি অপরাধীদের প্রতি সতর্ক দৃষ্টি রেখে তাদের সংবাদ সংগ্রহ করে যথাযথ কর্তৃপক্ষের নিকট পেশ করা। 
৩। দেশের রাজ.নতিক, ছাত্র ও শ্রমিক সংগঠনসমূহের সদস্যগণের কার্যাবলীর সংবাদ সংগ্রহ করে কর্তৃপক্ষের নিকট পেশ করা। 
৪। সকল সরকারী ও আধাসরকারী চাকুরীতে লোক নিয়োগ করার সময় তাদের চারিত্রিক ও অন্যান্য সংযুক্ত বিষয়াদির সত্যতা যাচাইপূর্বক প্রতিবেদন দাখিল করা। 
৫। আঞ্চলিক ছাড়পত্র, বিশেষ ছাড়পত্র এবং ভিসা প্রদান ও নাগরিকত্ব নির্ধারণের বিষয়ে প্রতিবেদন পেশ করা। 
৬। আন্তর্জাতিক সাহায্য সংস্থাসমূহের এবং বিদেশী নাগরিকদের প্রতি নজর রাখা। দেশের নিরাপত্তা বজায় রক্ষার্থে গোপনীয়ভাবে সংবাদ সংগ্রহ করা। 
৭। বিদেশী নাগরিকদের সঠিক তালিকা প্রস্তুত করা। 
৮। দেশের নিরাপত্তা ধ্বংসকারী ব্যক্তিদের পর্যবেক্ষণ করা এবং যথাযথভাবে তাদের শাস্তির ব্যবস্থা করা। 
৯। ভিভিআইপি এবং ভিআইপি ব্যক্তিসমূহের ব্যক্তিগত নিরাপত্তার ব্যবস্থা করা। 
১০। দেশের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থাসমূহের নিরাপত্তার ব্যবস্থা করা। পুলিশ আইনের ২৩ ধারা এবং ডিএসবি ম্যানুয়েল ১০০।

              প্রশ্ন- ১৮। জেলা বিশেষ শাখার কাজ কি বর্ণনা কর।
              প্রশ্ন- ১৮। জেলা বিশেষ শাখার কাজ কি বর্ণনা কর।

প্রশ্ন- ১৮। জেলা বিশেষ শাখার কাজ কি বর্ণনা কর।

*

Post a Comment (0)
Previous Post Next Post