Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ১৭। কোন আইনে পুত্রের অপরাধের পিতার শাস্তি হয়? বিস্তারিত লিখ।

প্রশ্ন- ১৭। কোন আইনে পুত্রের অপরাধের পিতার শাস্তি হয়? বিস্তারিত লিখ।

উত্তরঃ 
১৮৯০ সালের রেলওয়ে আইনের ১৩০ ধারা মতে বার বছরের কম বয়¯. কোন নাবালক যদি অত্র আইনের ১২৬, ১২৭, ১২৮, ১২৯ ধারায় বর্ণিত অপরাধ করে তখন তার পিতা-মাতা বা অভিভাবকের নিকট হতে আদালত কোন নির্দিষ্ট সময়ের জন্য উক্ত নাবালকের পরবর্তী সৎ আচরণের জন্য বন্ড আদায় করতে পারেন। বন্ড না দিলে উক্ত নাবালক সন্তানের পিতা-মাতা বা অভিভাবকের ৫০ টাকা অর্থদন্ড হবে। 
১। রেলওয়ে আইনের ১২৬ ধারা মতে যদি কোন নাবালক রেল লাইনের উপর কাঠ, পাথর বা অন্য কোন দ্রব্য রেখে রেলগাড়ী ধ্বংস বা ক্ষতি করে বা ধ্বংস করার চেষ্টা করে। 
২। রেলওয়ে আইনের ১২৭ ধারা মতে যদি কোন নাবালক কোন রেলযাত্রীর উপর ইট, পাথর, কাঠ বা অন্য জিনিস নিক্ষেপ করে আহত করলে বা আহত করার চেষ্টা করলে। 
৩। রেলওয়ে আইনের ১২৮ ধারা মতে কোন নাবালকের ইচ্ছাকৃত কাজের দ্বারা রেলযাত্রীর নিরাপত্তা বিপনড়ব হলে। 
৪। রেলওয়ে আইনের ১২৯ ধারা মতে কোন নাবালকের বেপরোয়া বা অবহেলামূলক কাজের দ্বারা রেলযাত্রীর নিরাপত্তা বিপনড়ব হলে। 
     বর্ণিত অপরাধগুলো কোন নাবালক কর্তৃক সংঘটিত হলেও উক্ত নাবালকের পিতা-মাতা বা অভিভাবককে বন্ড দিতে হবে। 
অন্যথায় অর্থদন্ড শাস্তি ভোগ করতে হবে। রেলওয়ে আইনের ১৩০ ধারা।

              প্রশ্ন- ১৭। কোন আইনে পুত্রের অপরাধের পিতার শাস্তি হয়? বিস্তারিত লিখ।

প্রশ্ন- ১৭। কোন আইনে পুত্রের অপরাধের পিতার শাস্তি হয়? বিস্তারিত লিখ।

              প্রশ্ন- ১৭। কোন আইনে পুত্রের অপরাধের পিতার শাস্তি হয়? বিস্তারিত লিখ।

*

Post a Comment (0)
Previous Post Next Post