Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ১৯। ওয়াচার কনস্টেবলের দায়িত্ব বর্ণনা কর।

প্রশ্ন- ১৯। ওয়াচার কনস্টেবলের দায়িত্ব বর্ণনা কর।

উত্তরঃ

ডিএসবি ম্যানুয়েল ১০০ অনুযায়ী ওয়াচার কনস্টেবলের দায়িত্ব নিম্নেবর্ণনা করা হলোঃ- 
১। রাষ্ট্রদ্রোহী ব্যক্তিদের কার্যকলাপের প্রতি লক্ষ্য রাখা এবং বিরোধী দলের কাজের তথ্য পাওয়া গেলে নিজ এলাকার ডিএসবি অফিসারকে অবহিত করা। 
২। সাধারণ ওয়াচ করা এবং কোন নির্দিষ্ট জায়গায় ওয়াচ ডিউটির জন্য নিয়োজিত হওয়া। 
৩। যে কোন জায়গায় রাষ্ট্র বিরোধী রাজ.নতিক লোকদের কাজের প্রতি নজর রাখা। 
৪। রাষ্ট্র বিরোধী রাজ.নতিক নেতাদের আলোচনার বিষয়বস্তু গোপনভাবে সংগ্রহ করে উপরস্ত অফিসারকে জানানো। 
৫। যদি কোন গুরুত্বপূর্ণ জরুরী বিষয় সংঘটিত হয় বা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে জরুরী ভিত্তিতে তা উপরস্ত অফিসারকে জানানো। 
৬। ভিভিআইপি ও ভিআইপি ব্যক্তিসমূহের ব্যক্তিগত নিরাপত্তার জন্য ওয়াচার কনস্টেবল নিয়োগ করা হয়। 
৭। রেললাইন নষ্ট করার ব্যাপারে সংবাদ পেলে তথায় নির্দিষ্ট জায়গায় ওয়াচের জন্য ওয়াচার কনস্টেবল নিয়োগ করা হয়।

              প্রশ্ন- ১৯। ওয়াচার কনস্টেবলের দায়িত্ব বর্ণনা কর।
              প্রশ্ন- ১৯। ওয়াচার কনস্টেবলের দায়িত্ব বর্ণনা কর।

প্রশ্ন- ১৯। ওয়াচার কনস্টেবলের দায়িত্ব বর্ণনা কর।

*

Post a Comment (0)
Previous Post Next Post