উত্তরঃ ফৌজদারী কার্যবিধি আইনের ১২৭ ধারা ও পুলিশ আইনের ৩০-ক(১) ধারা মতে যে কোন বেআইনী সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার আদেশ দিতে পারেন একমাত্র থানার অফিসার ইনচার্জ।
যদি থানার অফিসার ইনচার্জ অনুপস্থিত থাকেন এবং এএসআই এর উপরস্থ কোন পুলিশ অফিসার যদি না থাকে সেক্ষেত্রে
ফৌজদারী কার্যবিধি আইনের ৪(ত) ধারা ও পিআরবি বিধি ২০৭(গ) মতে একজন এএসআই বেআইনী সমাবেশ ছত্রভঙ্গ
হওয়ার আদেশ দিতে পারেন। পিআরবি বিধি ১৪২।