Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ৭। বেআইনী সমাবেশ ও দাঙ্গা হাঙ্গামা মোকাবেলার জন্য দেশের প্রচলিত আইনের পুলিশকে কি কি ক্ষমতা দেয়া হয়েছে??


             প্রশ্ন- ৭। বেআইনী সমাবেশ ও দাঙ্গা হাঙ্গামা মোকাবেলার জন্য দেশের প্রচলিত আইনের পুলিশকে কি কি ক্ষমতা দেয়া হয়েছে?
প্রশ্ন- ৭। বেআইনী সমাবেশ ও দাঙ্গা হাঙ্গামা মোকাবেলার জন্য দেশের প্রচলিত আইনের পুলিশকে কি কি ক্ষমতা দেয়া হয়েছে?

প্রশ্ন- ৭। বেআইনী সমাবেশ ও দাঙ্গা হাঙ্গামা মোকাবেলার জন্য দেশের প্রচলিত আইনের পুলিশকে কি কি ক্ষমতা দেয়া হয়েছে?

উত্তরঃ বেআইনী সমাবেশ ও দাঙ্গা হাঙ্গামা মোকাবেলার জন্য দেশের প্রচলিত আইনের পুলিশকে নিম্নলিখিত ক্ষমতা দেয়া হয়েছে-

১। ডিএমপি অধ্যাদেশের ২৭, ২৮, ২৯ ও ৩০ ধারা মতে বেআইনী সমাবেশ রোধের বা নিয়ন্ত্রণের জন্য পুলিশ অফিসারকে ক্ষমতা দেয়া হয়েছে।
২। পুলিশ আইনের ১৭ ধারা ও পিআরবি বিধি ৬৭৪ মতে বেআইনী সমাবেশ দ্বারা ক্ষতিগ্রস্থ এলাকা আশংকামুক্ত করার জন্য পুলিশ অফিসারকে ক্ষমতা দেয়া হয়েছে।
৩। লাইসেন্সপ্রাপ্ত সমাবেশ যদি পুলিশ আইনের ৩০ ধারার শর্ত লংঘন করে তাহলে পুলিশ আইনের ৩০(ক) ধারা মতে ম্যাজিষ্ট্রেট, সহকারী পুলিশ সুপার বা থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার উক্ত সমাবেশ ভঙ্গ করে দিতে বা ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারেন।
৪। ফৌজদারী কার্যবিধি আইনের ১২৭ ধারা মতে থানার ভারপ্রাপ্ত অফিসারকে বেআইনী সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য ক্ষমতা দেয়া হয়েছে।
৫। ফৌজদারী কার্যবিধি আইনের ১২৮ ধারা মতে যদি কোন বেআইনী সমাবেশ ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয় তাহলে কর্তব্যরত
পুলিশ অফিসার সঙ্গীয় ফোর্স জোরপূর্বক বা বল প্রয়োগপূর্বক উক্ত সমাবেশ ছত্রভঙ্গ করতে পারেন।
৬। ফৌজদারী কার্যবিধি আইনের ১২৯ ধারা মতে বেআইনী সমাবেশ ছত্রভঙ্গ না হলে ম্যাজিষ্ট্রেট বা পুলিশ কমিশনার সামরিক শক্তি বাহিনী মাধ্যমে বেআইনী সমাবেশ ছত্রভঙ্গ করতে পারেন। প্রয়োজনে গুলি করার আদেশ দিতে পারেন। পিআরবি বিধি ১৩১, ১৪২, ১৪৩, ১৫৩।

*

Post a Comment (0)
Previous Post Next Post