প্রশ্ন- ৬। বেআইনী সমাবেশ বা অবৈধ জনতা ছত্রভঙ্গ করতে কি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায়? করা গেলে তার পদ্ধতি বর্ণনা কর। অথবা বেআইনী সমাবেশ ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে গুলি বর্ষণের পূর্বে, সময় ও পরে পুলিশ অফিসারের করনীয় কি ?
উত্তরঃ ফৌজদারী কার্যবিধি আইনের ১২৭, ১২৮ ধারা এবং পুলিশ আইনের ৩০-ক(১), ৩০-ক(২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে যদি কোন বেআইনী সমাবেশ ছত্রভঙ্গ করা না যায় এবং বেআইনী সমাবেশের সদস্যদের আচরণ যদি এমন মারমুখী হয় যাতে নিজের জানমাল, সরকারী সম্পত্তির ব্যাপক ক্ষতিসাধন হওয়ার সম্ভাবনা দেখা দেয় বা জানমাল চরম হুমকির সম্মুখীন হয় তাহলে দন্ডবিধি আইনের ৯৯ ধারার নিয়ন্ত্রণ সাপেক্ষে ও দন্ডবিধি আইনের ১০০, ১০৩ ধারা এবং পিআরবি বিধি ১৫৩ মতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে।
বেআইনী সমাবেশ বা অবৈধ জনতা ছত্রভঙ্গ করার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহারের পদ্ধতি বা গুলি বর্ষণের পূর্বে, গুলি বর্ষণের সময় ও
গুলি বর্ষণের পরে পুলিশ অফিসারের করনীয় বিষয় নিম্নেআলোচনা করা হলোঃ
আগ্নেয়াস্ত্র ব্যবহার বা গুলি বর্ষণের পূর্বে করনীয়ঃ
১। পুলিশ অফিসার তার সঙ্গীয় ফোর্সদের ব্রিফিং দিবেন। পিআরবি বিধি ১৫২।
২। বেআইনী সমাবেশকে ছত্রভঙ্গ হওয়ার আদেশ দিবেন। কার্যবিধির ১২৭ ধারা, পুলিশ আইনের ৩০-ক(১) ধারা, পিআরবি বিধি ১৪২।
৩। ছত্রভঙ্গ না হলে বল প্রয়োগ বা লাঠি চার্জ করবেন। কার্যবিধির ১২৮ ধারা, পুলিশ আইনের ৩০-ক(২) ধারা, পিআরবি বিধি ১৪৩।
৪। ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকলে গুলি বর্ষণের বিষয়ে তিনি সিদ্ধান্ত দিবেন। ম্যাজিস্ট্রেট না উপস্থিত সর্বোচ্চ পদের পুলিশ অফিসার সিদ্ধান্ত দিবেন। পিআরবি বিধি ১৫১, ১৫৫
৫। গুলি বর্ষণের পূর্বে অবশ্যই সতর্কবানী প্রদান করবেন। পিআরবি বিধি ১৫৪।
আগ্নেয়াস্ত্র ব্যবহার বা গুলি বর্ষণের সময় করনীয়ঃ
১। নির্দিষ্ট লক্ষ্যে গুলি বর্ষণ করবেন।
২। অপ্রয়োজনীয় ক্ষতিসাধন এড়িয়ে গুলি বর্ষণ করতে হবে।
৩। যে পরিমাণ গুলি বর্ষণ প্রয়োজন তার অধিক গুলি বর্ষণ বা বল প্রয়োগ করা যাবে না।
৪। উদ্দেশ্য সাধিত হওয়া মাত্র গুলি বর্ষণ বন্ধ করতে হবে।
পিআরবি বিধি ১৫৩।
আগ্নেয়াস্ত্র ব্যবহার বা গুলি বর্ষণের পরে পিআরবি বিধি ১৫৬ মোতাবেক করনীয়ঃ
১। আহতদের হাসপাতালে প্রেরণ করতে হবে। পিআরবি বিধি ৩১২, ৩২১
২। নিহতদের সুরতহাল প্রনয়ন করে মর্গে প্রেরণ করতে হবে। কার্যবিধির ১৭৪, ১৭৫ ধারা, পিআরবি বিধি ২৯৯, ৩০৪, ৩০৫
৩। গুলির খালি খোসা সংগ্রহ করে কত রাউন্ড গুলি বর্ষণ হয়েছে তা নির্ণয় করতে হবে।
৪। পুলিশ দলের ইনচার্জ গুলির পরিমাণ উল্লেখসহ ঘটনার একটি সংক্ষিপ্ত নির্ভুল রিপোর্ট অতি তাড়াতাড়ি জেলা ম্যাজিষ্ট্রেট,
পুলিশ সুপার বা উপ-পুলিশ কমিশনার, কমিশনার কিংবা আইজিপির নিকট প্রেরণ করবেন। কার্যবিধির ধারা ১৫০, পিআরবি
বিধি ১২০ ও পুলিশ আইনের ২৩ ধারা।