উত্তরঃ ফৌজদারী কার্যবিধি আইনের ১২৭, ১২৮ ধারা এবং পুলিশ আইনের ৩০-ক(১), ৩০-ক(২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে যদি কোন বেআইনী সমাবেশ ছত্রভঙ্গ করা না যায় এবং জনস্বার্থের জন্য উহা ছত্রভঙ্গ করা প্রয়োজন বলে বিবেচিত হয় তাহলে উপস্থিত সর্বোচ্চ পদের ম্যাজিষ্ট্রেট বা মেট্রোপলিটন এলাকা হলে পুলিশ কমিশনার সামরিক শক্তি প্রয়োগ করে উহা ছত্রভঙ্গ করতে পারবেন। ফৌজদারী কার্যবিধি আইনের ১২৯ ধারা।