প্রশ্ন- ২। কে কে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতে পারেন ? ম্যাজিস্ট্রেট কি সুরতহাল রিপোর্ট তৈরী করতে পারেন ?
উত্তরঃ ফৌজদারী কার্যবিধির ১৭৪, ১৭৫ ধারা ও পিআরবি বিধি ২৯৯, ৩০০ মোতাবেক পুলিশ কনস্টেবল এর উর্ধ্বতন পদের যে কোন পুলিশ অফিসার অর্থাৎ এএসআই হতে তদুর্ধ্ব যে কোন পুলিশ অফিসার সুরতহাল রিপোর্ট তৈরী করতে পারবেন।
তবে পুলিশ হেফাজতে আসামী আত্মহত্যা করলে বা মারা গেলে ফৌজদারী কার্যবিধির ১৭৬(১), পিআরবি বিধি ৩০২(খ) মোতাবেক এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেটে উক্ত লাশের সুরতহাল রিপোর্ট .তরী করবেন।
ক্ষেত্র বিশেষ কোন আসামী বা ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেলে সংশ্লিষ্ট মেডিকেল অফিসার উক্ত লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করবেন। সাক্ষ্য আইনের ৪৫, ৪৬ ধারা।