প্রশ্ন- ১৫। নিম্নবর্ণিত অস্বাভাবিক মৃত্যুর মৃতদেহের লক্ষণ সমূহ লিখ:-
উত্তরঃ
১) গলায় রশি দিয়ে বা ফাঁস দিয়ে মৃত্যু, ২) পানিতে ডুবে মৃত্যু, ৩) বিষপান করে মৃত্যু, ৪) সাপের দংশনে মৃত্যু,
৫) আগুনে পুড়ে মৃত্যু, ৬) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু, ৭) সড়ক দূর্ঘটনায় মৃত্যু
উত্তর:- নিম্নেঅস্বাভাবিক মৃত্যুর মৃতদেহের লক্ষণ সমূহ বর্ণনা করা হলোঃ
গলায় রশি দিয়ে মৃত্যুর মৃতদেহের লক্ষণ সমূহ নিম্নরূপঃ
১। চোখ অর্ধেক খোলা এবং চোখের মনি সম্প্রসারিত হওয়া।
২। জিহবা দাত দিয়ে চেপে ধরা।
৩। মুখ দিয়ে লালা বের হয়ে থুতনি ও বুকের উপর দিয়ে গড়িয়ে পড়া।
৪। গলায় অর্ধচন্দ্রাকৃতি রশির দাগ থাকা।
৫। গলা স্বাভাবিক অবস্থা থেকে লম্বা থাকা।
৬। নাক, মুখ ও কান দিয়ে রক্ত বের হওয়া।
৭। হাতের আঙুল অর্ধমুষ্টি অবস্থায় থাকা।
৮। যেক্সনাঙ্গে বীর্য, মুত্র নির্গত হওয়া।
৯। মলদ্বার দিয়ে মলের উপস্থিতি থাকা।
১০। পায়ের আঙুল নিচের দিকে ঝুলন্ত অবস্থায় থাকা।
ফৌজদারী কার্যবিধির ১৭৪, ১৭৫ ধারা, পিআরবি বিধি ২৯৯, ৩০০।
পানিতে ডুবে মৃত্যুর মৃতদেহের লক্ষণ সমূহ নিম্নরূপঃ
১। শরীর নীল বা হলুদ রঙ্গের মত হওয়া।
২। মুখমন্ডল ফ্যাকাশে হওয়া।
৩। জিহবার অগ্রভাগ স্বাভাবিকের চেয়ে মোটা হওয়া।
৪। মুখ খোলা অবস্থায় থাকা।
৫। নাক ও মুখ দিয়ে ফেনা ও লালা বের হওয়া।
৬। হাত অর্ধমুষ্টি অবস্থায় থাকা।
৭। হাত ও পায়ের পাতা সাদা ও সংকুচিত হওয়া।
৮। হাতে ঘাস বা কাদা জাতীয় কিছু লেগে থাকা।
৯। পেটে পানি থাকবে। চাপ দিলে নাক ও মুখ দিয়ে বের হবে।
১০। শরীরের নরম অংশ জলজ প্রাণী দ্বারা ক্ষত হওয়া।
১১। পুরুষের ক্ষেত্রে পুরুষাঙ্গ এবং অন্ড কোষ সংকুচিত হওয়া।
ফৌজদারী কার্যবিধির ১৭৪, ১৭৫ ধারা, পিআরবি বিধি ২৯৯, ৩০০।
বিষপানে মৃত্যুর মৃতদেহের লক্ষণ সমূহ নিম্নরূপঃ
১। মাথার চুল এলোমেলো থাকবে।
২। চোখ দুটি বন্ধ অবস্থায় থাকবে।
৩। চোখের পাতা স্বাভাবিকের চেয়ে সংকুচিত বা প্রসারিত হতে পারে।
৪। নাক ও মুখ দিয়ে ফেনা বা গন্ধযুক্ত লালা বের হবে।
৫। বমির লক্ষণ থাকতে পারে।
৬। সমস্ত শরীর কালচে বর্ণ বা নীল বর্ণ হয়ে যাবে।
৭। শরীরের যে কোন পাশ অবশ হতে পারে।
৮। শরীরে মাঝে মাঝে ফোসকা বের হবে।
৯। মলদ্বারে মলের উপস্থিতি পাওয়া যাবে।
১০। মৃতের কাপড় চোপড় বা শরীরের অন্য কোথাও বিষ লেগে থাকতে পারে।
ফৌজদারী কার্যবিধির ১৭৪, ১৭৫ ধারা, পিআরবি বিধি ২৯৯, ৩০০।
সাপের দংশনে অস্বাভাবিক মৃত্যুর লক্ষণ সমূহ নিম্নরূপঃ
১। যেখানে সাপের দংশন হয়েছিল সেখানে কামড়ের দুটি ছিদ্র বিশিষ্ট দাগ থাকবে।
২। শরীর নীল বর্ণের হয়ে যাবে।
৩। শরীর ঠান্ডা হয়ে যাবে।
৪। মুখ দিয়ে লালা বা ফেনা বের হবে।
৫। চোখ নীল বর্ণের হবে।
৬। চোখ বন্ধ বা খোলা অবস্থায় থাকতে পারে।
৭। শরীরের যে অংশে দংশন হয়েছিল সেই পার্শ্ব অবশ হয়ে যাবে।
৮। মলদ্বারে মলের উপস্থিতি পাওয়া যাবে।
ফৌজদারী কার্যবিধির ১৭৪, ১৭৫ ধারা, পিআরবি বিধি ২৯৯, ৩০০।
আগুনে পুড়ে অস্বাভাবিক মৃত্যুর লক্ষণ সমূহ নিম্নরূপঃ
১। মৃত দেহের আংশিক বা সম্পূর্ণ পুড়া থাকবে।
২। দেহের আংশিক বা সম্পূর্ণ অংশ ঝলসে যাবে।
৩। শরীরের গুরুত্বপূর্ণ অংশ মুখমন্ডল, মাথা, বুক, পাজর পুড়া থাকবে।
৪। গুরুত্বপূর্ণ অঙ্গসমূহ পুড়ে ভিতরের লালচে অংশ বের হবে।
৫। ভিতরের অংশ বেশি পোড়া থাকলে রক্ত মিশ্রিত তরল পদার্থ বের হবে।
৬। মৃত দেহ পুড়ে পীত বর্ণ বা কালচে হয়ে যাবে।
৭। মৃত দেহে ফোসকা পড়বে।
৮। মৃত দেহ হতে পোড়া গন্ধ বের হবে।
৯। শরীরের মাথা হতে ক্রমে নিচের দিকে স্বাভাবিকের চেয়ে বাঁকা থাকবে।
১০। মাংস খসে পড়তে পারে।
১১। হাড় বের হতে পারে।
১২। মৃতদেহ শক্ত হয়ে যাবে।
১৩। পরিধেয় বস্ত্র শীরের চামড়ার সাথে লেগে থাকবে।
ফৌজদারী কার্যবিধির ১৭৪, ১৭৫ ধারা, পিআরবি বিধি ২৯৯, ৩০০।
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অস্বাভাবিক মৃত্যুর লক্ষণ সমূহ নিম্নরূপঃ
১। শরীরের যে অংশ ক্সবদ্যুতিক তারের সাথে লেগেছে সেই অংশে জখমের চিহ্ন থাকবে।
২। মৃত দেহের আংশিক বা সম্পূর্ণ পুড়া থাকবে।
৩। দেহের আংশিক বা সম্পূর্ণ অংশ ঝলসে যাবে।
৪। মৃত দেহ পুড়ে পীত বর্ণ বা কালচে হয়ে যাবে।
৫। মৃতদেহ শক্ত হয়ে যাবে।
৬। পরিধেয় বস্ত্র শীরের চামড়ার সাথে লেগে থাকবে।
৭। মৃত দেহের পরিধেয় বস্ত্রসমূহ স্পর্শ করলে ছাই হয়ে পড়ে যাবে।
৮। শরীরের মাথা হতে ক্রমে নিচের দিকে স্বাভাবিকের চেয়ে বাঁকা থাকবে।
৯। মৃত দেহ হতে পোড়া গন্ধ বের হবে।
১০। মাংস খসে পড়তে পারে।
১১। হাড় বের হতে পারে।
ফৌজদারী কার্যবিধির ১৭৪, ১৭৫ ধারা, পিআরবি বিধি ২৯৯, ৩০০।
সড়ক দূর্ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর লক্ষণ সমূহ নিম্নরূপঃ
১। শরীরে আঘাতের চিহ্ন থাকবে।
২। হাত পাতা পুরোপুরি বা আংশিক বিচ্ছিনড়ব হতে পারে।
৩। শরীরের যে কোন অংশে গাড়ীর কোন ধাতব অংশ ও কাঁচ ঢুকতে পারে।
৪। গাড়ীর তলে পড়ে মৃত্যু হলে শরীরে চাকার টায়ারের দাগ থাকবে।
৫। শরীরের মেরুদন্ড বা গুরুত্বপূর্ণ অঙ্গ সমূহ ভাঙ্গা থাকবে বা দুমড়ে-মুচড়ে যাবে।
৬। কান, নাক, মুখ দিয়ে রক্ত ও তরল পদার্থ বের হবে।
৭। মুখ দিয়ে ফেনা বের হবে।
৮। মুখ মন্ডল কালচে বর্ণ ও বিকৃত হবে।
৯। জিহবা বের হবে।
১০। মুখ মন্ডল স্বাভাবিকের চেয়ে ফুলে যাবে।
১১। পেট স্বাভাবিকের চেয়ে ফুলে যাবে।
১২। মল দ্বারে মলের উপস্থিতি থাকবে।
১৩। চোখ বন্ধ বা খোলা থাকবে এবং চোখের রং পরিবর্তন হবে।
১৪। হাত মুষ্টিবদ্ধ থাকবে।
১৫। মৃত্যু অনেক ক্ষণ হলে ক্ষত অংশে পচন ধরবে।
ফৌজদারী কার্যবিধির ১৭৪, ১৭৫ ধারা, পিআরবি বিধি ২৯৯, ৩০০।