প্রশ্ন- ১১। খুন মামলার ভিকটিমের একটি সুরতহাল রিপোর্ট তৈরী করুন।
উত্তরঃ নিম্নেএকটি খুন মামলার ভিকটিমের সুরতহাল রিপোর্ট তৈরী করা হলো-
মৃত মোঃ আবুল বাশার, পিতা- আনছার আলী, বাসা নং-৯, রোড নং-১০, চাঁনপাড়া, থানা- সাভার, ঢাকা জেলা এর খুন মামলার ভিক্টিমের সুরতহাল রিপোর্টঃ
সূত্র- সাভার থানার মামলা নং-২৮, তারিখ- ২২/০২/২০১৪ ইং, ধারা-৩০২/৩৪ দন্ডবিধি আইন
আমি এসআই তরিকুল ইসলাম, থানা- সাভার, ঢাকা জেলা অদ্য ২২/০২/২০১৪ইং শনিবার সকাল ০৮.০০ ঘটিকায় কং/৫২২ ইলিয়াস, কং/৫৮০ সমীর এবং কং/৬৮০ আজিজ কে সঙ্গে নিয়ে বাসা নং-৯, রোড নং-১০, চাঁনপাড়া, থানা- সাভার, ঢাকায় হাজির হয়ে ফৌজদারী কার্যবিধি আইনের ১৭৪ ধারা এবং পিআরবি বিধি ২৯৯ মোতাবেক মৃত মোঃ আবুল বাশার মিয়ার খুন মামলার ভিক্টিমের সুরতহাল রিপোর্ট তৈরী করতে শুরু করলাম।
১। মৃত লাশটি তার বাসার ভিতর উত্তর শিয়রী অবস্থায় পাওয়া গেল।
২। মৃত লাশের বয়স অনুমান ৩৫ বছর হবে।
৩। মাথার চুল অনুমান তিন ইঞ্চি লম্বা, গোফ কালো, দাড়ি নাই।
৪। গায়ে সাদা শার্ট ও পরনে চেক লুঙ্গি।
৫। মাথায় ও বুকে চার/পাঁচটি গুলির চিহ্ন।
৬। নাক ও মুখ রক্তাক্ত অবস্থায় আছে।
৭। গুলির চিহ্ন ব্যতীত শরীরের অন্য কোথাও কোন জখমের চিহ্ন পাওয়া গেল না।
৮। মৃতের গায়ের রং ফর্সা।
মৃত লাশের স্ত্রী জানায়, রাতে খাওয়া-দাওয়া শেষ করে তারা বাসায় ঘুমিয়ে পড়ে। ভোর পাঁচটার সময় ৪/৫ জন অজ্ঞাতনামা লোক মৃত বাশার মিয়াকে ডেকে রাস্তার পাশে নিয়ে যায় এবং মাথায় ও বুকে গুলি করে হত্যা করে। উপস্থিত সাক্ষী, বাদী ও আমার তদন্তে একমত হওয়ায় বাশার মিয়ার মৃত্যুর প্রকৃত কারণ নির্নয়ের জন্য পিআরবি বিধি ৩০৪ ও ৩০৫ মতে কং/আজিজ কে প্রয়োজনীয় কাগজপত্র ও সুরতহাল রিপোর্টের কপিসহ লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করলাম।
স্বাক্ষীদের নাম ও ঠিকানা
১। জহির মিয়া (৫০), পিতা-আবুল ফজল, বাসা নং-১০
২। সরোয়ার (৩৫), পিতা-হানিফ মিয়া, বাসা নং-১২
৩। বাবুল মিয়া (২৮), পিতা-কালু মিয়া, বাসা নং-৮
সর্ব রোড নং-১০, চাঁনপাড়া, থানা- সাভার, ঢাকা জেলা।
স্বাক্ষর