প্রশ্ন- ৪।অস্বাভাবিক মৃত্যু কাকে বলে? অস্বাভাবিক মৃত্যু মামলা কাকে বলে? কোন কোন ক্ষেত্রে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করা যায় ?
উত্তর:- অস্বাভাবিক মৃত্যু:- প্রকৃতির নিয়মের বাইরে যদি কারও মৃত্যু হয় তবে তাকে অপমৃত্যু বা অস্বাভাবিক মৃত্যু বলা হয়। এ অপমৃত্যুর কারণে যে মামলা রুজু করা হয় তাকে অপমৃত্যু মামলা বা অস্বাভাবিক মৃত্যু মামলা বলা হয়। সাধারণত গলায় রশি দিয়ে, পানিতে ডুবে, বিষ পান করে ইচ্ছাকৃতভাবে আত্মহত্যা করলে, সাপের কামড়ে মৃত্যুবরণ করলে কিংবা দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুবরণ করেন তবে তা অপমৃত্যু বলে গণ্য হবে। ফৌজদারী কার্যবিধি আইনের ১৭৪ ধারা ও পিআরবি বিধি ২৯৯।
যে সকল ক্ষেত্রে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করা হয় সেগুলো নিম্নেআলোচনা করা হলোঃ-
১। বিষ পান করে বা গলায় রশি দিয়ে বা যে কোন উপায়ে আত্মহত্যা করলে।
২। কোন ব্যক্তি বা প্রানী কর্তৃক সংঘটিত দূর্ঘটনার ফলে নিহত হলে।
৩। কোন যানবাহন বা যন্ত্র দ্বারা সৃষ্ট দূর্ঘটনার ফলে নিহত হলে।
৪। বজ্রপাতে মারা গেলে।
৫। পানিতে ডুবে মারা গেলে।