Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্নঃ ৪। কোন আসামীকে গ্রেফতারের পর পুলিশ অফিসারের করনীয় কি ??

প্রশ্নঃ ৪। কোন আসামীকে গ্রেফতারের পর পুলিশ অফিসারের করনীয় কি?

প্রশ্নঃ ৪। কোন আসামীকে গ্রেফতারের পর পুলিশ অফিসারের করনীয় কি?

উত্তর:- কোন আসামী গ্রেফতার করার পর পুলিশ অফিসার নিম্নলিখিত কাজগুলি সম্পাদন করবেনঃ-

১। গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশ অফিসার দেহ তল্লাশি করে প্রয়োজনীয় পরিধেয় বস্ত্র ব্যতীত তার নিকট যা পাওয়া যাবে তা নিরাপদ হেফাজতে নিতে পারবেন। ফৌজদারী কার্যবিধি আইনের ৫১ ধারা। পিআরবি বিধি ৩২২।
২। গ্রেফতারকৃত ব্যক্তি কোন মহিলা হলে তার শালীনতার প্রতি খেয়াল রেখে অপর একজন মহিলা বা মহিলা পুলিশ দিয়ে দেহ তল্লাশি করতে হবে। ফৌজদারী কার্যবিধি আইনের ৫২ ধারা। পিআরবি বিধি ৩২২।
৩। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট কোন আপত্তিকর অস্ত্রশস্ত্র বা মালামাল পাওয়া গেলে হেফাজতে নিয়ে যে আদালতে গ্রেফতারকৃত ব্যক্তিকে হাজির করা হবে, সেই আদালতে সমস্ত অস্ত্রশস্ত্র বা মালামাল অর্পণ করতে হবে। ফৌজদারী কার্যবিধি আইনের ৫৩ ধারা।
৪। কোন মহিলা আসামী গ্রেফতার হলে তার হাতে হ্যান্ডকাপ লাগানো যাবে না। পিআরবি বিধি ৩৩০।
৫। গ্রেফতারকৃত আসামী যদি সশস্ত্র বাহিনীর সদস্য হয়ে থাকে এক্ষেত্রে পিআরবি বিধি ৩১৯, ৩২০ মতে সে যে ইউনিটে কর্মরত সে ইউনিটের কমান্ডিং অফিসারকে অবহিত করতে হবে এবং সেনা হেফাজতে পাঠিয়ে দিতে হবে।
৬। আসামীকে থানা হাজতে রাখার পূর্বে তার দেহে কোন জখম থাকলে ২ জন নিরপেক্ষ সাক্ষী ডেকে দেখাতে হবে এবং জিডিতে বিষয়টি নোট দিতে হবে। পিআরবি বিধি ৩২৮(খ)।
৭। আসামী অসুস্থ হলে বা গায়ে জখম থাকলে থানায় ডাক্তার ডেকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে হাসপাতালে ভর্তি করতে হবে। পিআরবি বিধি ৩২১।
৮। আসামীকে হাজতে রাখার পূর্বে জিডিতে তার অপরাধের বর্ণনাসহ হাজির করার তারিখ ও সময় উল্লেখ করতে হবে। ফৌজদারী কার্যবিধি আইনের ১৫৪, ১৫৫ ধারা, পুলিশ আইনের ৪৪ ধারা, পিআরবি বিধি ৩৭৭।
৯। হাজতখানার ভিতরে আত্মহত্যা করার মত কোন উপকরণ যেমন রশি, লাঠি, ধাতব বস্তু ইত্যাদি জিনিস থাকলে তা সরিয়ে নিতে হবে এবং হাজতখানার দরজা জানালা ঠিক আছে কিনা তা দেখতে হবে। পিআরবি বিধি ৩২৮।
১০। আসামীকে যথাসময়ে খাদ্য সরবরাহ করতে হবে। পিআরবি বিধি ৩৩৩।
১১। আসামীকে কোন প্রকার নির্যাতন করা যাবে না। দন্ডবিধি আইনের ৩৩০, ৩৩১ ধারা এবং পুলিশ আইনের ২৯(৭) ধারা।
১২। আসামী জামিনযোগ্য অপরাধে বা বিনা পরোয়ানায় গ্রেফতার হলে এক্ষেত্রে ফৌজদারী কার্যবিধি আইনের ৫৭(২), ৫৯(৩), ১৬৯, ১৭০, ৪৯৬, ৪৯৭(২) ধারায় ওসি আসামীকে জামিনে মুক্তি দিবেন।
১৩। আসামীকে গ্রেফতারের ২৪ ঘন্টার মধ্যে তার অপরাধের বিস্তারিত বর্ণনাসহ একটি প্রতিবেদন দিয়ে চালানের মাধ্যমে আদালতে প্রেরণ করতে হবে। আসামীর নিকট কোনো মালামাল পাওয়া গেলে তাও তালিকা আকারে আদালতে প্রেরণ করতে হবে। ফৌজদারী কার্যবিধি আইনের ৬১, ৮১ ধারা, বাংলাদেশ সংবিধান এর ৩৩(২) অনুচ্ছেদ, পিআরবি বিধি ৩২৪।

 প্রশ্নঃ ৪। কোন আসামীকে গ্রেফতারের পর পুলিশ অফিসারের করনীয় কি?

*

Post a Comment (0)
Previous Post Next Post