উত্তরঃ
আসামী থানা হাজতে রাখার পূর্বে নিম্নলিখিত কার্যাবলী সম্পাদন করতে হবেঃ-
১। আসামী থানা হাজতে রাখার পূর্বে ফৌজদারী কার্যবিধি আইনের ১৫৪, ১৫৫ ধারা, পুলিশ আইনের ৪৪ ধারা এবং পিআরবি বিধি ৩৭৭ মতে বিষয়টি জিডিভুক্ত করতে হবে।
২। আসামীর শরীরে কোন জখমের চিহ্ন পাওয়া গেলে তা জেনারেল ডায়রীতে উল্লেখ করতে হবে। নিরপেক্ষ সাক্ষীকে ডেকে জখমের চিহ্ন দেখাতে হবে। পিআরবি বিধি ৩২৮, ২৬২।
৩। আসামী অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। পিআরবি বিধি ৩২১।
৪। আসামী যাতে পালাতে না পারে সেজন্য হাজতখানার দরজা জানালা ঠিক আছে কিনা তা ভালভাবে দেখতে হবে।
৫। আসামী যাতে আত্মহত্যা করতে পারে এমন কিছু হাজত খানায় রাখা যাবে না। পিআরবি বিধি ৩২৮।