উত্তরঃ থানা হেফাজতে আটককৃত বা গ্রেফতারকৃত আসামীর শরীরে কোন আঘাতের চিহ্ন থাকলে ডিউটি অফিসার তাৎক্ষনিকভাবে গ্রেফতারকৃত বা আটককৃত ব্যক্তির শরীর তল্লাশি করে সকল আঘাতের বিষয়ে অবগত হবেন এবং সাথে সাথে নিরপেক্ষ সাক্ষী ডেকে বিষয়টি সাক্ষীকে দেখিয়ে উহা জেনারেল ডায়রীতে নোট দিবেন। তাৎক্ষনিকভাবে চিকিৎসক ডেকে এনে বা পরিস্থিতির প্রয়োজনে চিকিৎসকের চেম্বার বা হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করবেন। পিআরবি ৩২৮(খ), ২৬২, ৩২১, ৩৭৭, ফৌজদারী কার্যবিধির ১৫৪, ১৫৫ ধারা, পুলিশ আইনের ৪৪ ধারা।
চিকিৎসা শেষে আসামীকে থানা হেফাজতে হতে বিজ্ঞ আদালতে প্রেরণ করবেন। ফৌজদারী কার্যবিধির ৬১, ৮১ ধারা। পিআরবি বিধি ৩২৪।