উত্তরঃ আসামী তার ব্যক্তিগত মালামাল বহন করতে পারবে না। পিআরবি বিধি ৩২৮(গ)।
ফৌজদারী কার্যবিধি আইনের ৫১ ধারা, পিআরবি বিধি ৩২২ মতে গ্রেফতারকৃত আসামীর দেহ তল্লাশি করতে হবে। দেহ তল্লাশি করে পরিধেয় বস্ত্র ব্যতীত যাবতীয় মালামাল সরিয়ে নিতে হবে। যে সকল মালামাল আসামীর নিকট হতে পুলিশ হেফাজতে নেয়া হবে সে সকল মালামালের একটি রশিদ আসামীকে দিতে হবে। মহিলা আসামী হলে ফৌজদারী কার্যবিধি আইনের ৫২ ধারা মোতাবেক অপর কোন মহিলা বা মহিলা পুলিশ দ্বারা তল্লাশি করে পরিধেয় বস্ত্র ব্যতীত যাবতীয় মালামাল পুলিশ হেফাজতে নিয়ে তাকে একটি রশিদ দিতে হবে।
পিআরবি বিধি ৭২১ মতে বন্দিরা তাদের পোশাক, পরিচ্ছেদ, বিছানাপত্র ও মালামাল বহন করতে পারবেন। তবে উক্ত মালামালের ওজন ১২ বা ১৩ সেরের বেশি হবে না।