উত্তরঃ গ্রেফতারের প্রয়োজনীয়তা সম্পর্কে নিম্নেআলোচনা করা হলোঃ-
১। কর্তৃপক্ষের অবৈধ পরোয়ানা কার্যকরী করার জন্য গ্রেফতারের প্রয়োজন দেখা দেয়। পুলিশ আইনের ২৩(২) ধারা।
২। অপরাধীকে বিচারার্থে আদালতে সোপর্দ করার জন্য গ্রেফতারের প্রয়োজন হয়। পুলিশ আইনের ২৩(৭) (৮) ধারা।
৩। পুলিশ অফিসারের সরকারী কাজে বা আইনগত পদক্ষেপ গ্রহণে বাধা দূর করার জন্য গ্রেফতারের প্রয়োজন হয়। কার্যবিধি ৫৪(৫) ধারা।
৪। আইন অমান্যকারীকে আইনের আওতায় নিয়ে আসার জন্য গ্রেফতারের প্রয়োজন হয়। কার্যবিধির ৪৬ ধারা।
৫। আমলের অযোগ্য অপরাধীর নাম ঠিকানা যাচাই করার জন্য গ্রেফতার করা হয়। কার্যবিধির ৫৭ ধারা।
৬। পুলিশ হেফাজত হতে কেউ পলায়ন করলে তাকে পুনরায় হেফাজতে আনার জন্য গ্রেফতার করা হয়। কার্যবিধির ৬৬, ৬৭ ধারা।
৭। কোন অপরাধ সংঘটন নিবারন করা বা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গ্রেফতার করা হয়। কার্যবিধির ১৫১ ধারা।
৮। কার্যবিধির ৫৪ ধারা মতে আমলযোগ্য অপরাধের সাথে জড়িত ব্যক্তিকে, যার নিকট ঘর ভাঙ্গার সরঞ্জাম পাওয়া যায়, যার নিকট চোরাইমাল পাওয়া যায়, সামরিক বাহিনী হতে পলায়নকারী ব্যক্তিকে আইনের আওতায় আনার জন্য গ্রেফতারের প্রয়োজন হয়।