উত্তর: আমলের অযোগ্য/অধর্তব্য অপরাধীকে পুলিশ অফিসার প্রচলিত আইনের নিম্নলিখিত ধারার ক্ষমতাবলে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন:-
১। আইনসঙ্গত অযুহাত ব্যতীত কোনো ব্যক্তির নিকট ঘর ভাঙ্গিবার সরঞ্জাম পাওয়া গেলে [ফৌ: কা: ৫৪(২)]
২। পুলিশ অফিসারের কাজে বাধাদানকারী ব্যক্তিকে। [ফৌ: কা: ৫৪(৫) উপধারা]
৩। কোনো মুক্তিপ্রাপ্ত ব্যক্তি ফৌ: কা: আইনের ৫৬৫(৩) উপধারার নিয়ম লঙ্ঘন করলে। [ফৌ: কা: ৫৪(৮) ধারা]
৪। নাম ঠিকানা জানাতে অস্বীকৃতি জানায়, এরূপ আমলের অযোগ্য অপরাধীকে। [ফৌ: কা: ৫৭(১) উপধারা।
৫। জামানত দিতে অপারগতার জন্য যাকে কারারুদ্ধ করা হয়েছিল এরূপ ব্যক্তি জামিনে মুক্তি থাকা অবস্থায় আদালতে দেওয়া শর্ত ভঙ্গ করলে ।[ফৌ: কা: ১২৪(৬) ধারা]
৬।কোনো সাক্ষী আদালতে হাজির হতে বা মুচলেকা দিতে অস্বীকার করলে। [ফৌ: কা: ১৭১ ধারা]
৭। জামিনে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে যে শর্তে দন্ড মওকুফ করা হয়েছিল সেই শর্ত ভঙ্গ করলে। [ ফৌ: কা: ৪০১(৩) ধারা, পিআরবি ২৮৬ বিধি]
৮। পুলিশ আইনের ৩৪, ৩৪(ক) ধারায় উল্লেখিত অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন।
৯। রেলওয়ে আইনের ৩১, ১৩২ ধারা অনুসারে রেলওয়ে অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন।
এছাড়াও ডিএমপি অধ্যাদেশের ১০০, পাসর্পোট আইনের ৪ ধারা, মোটরযান আইনের ১৬০ ধারা, আবগরী আইনের ৬৭ ধারা, জুয়া আইনের ১১ ধারা, ধুমপান নিবারণ আইনের ৪ ধারা অনুসারে আমলের অযোগ্য/অধর্তব্য অপরাধীকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন। [পিআরবি ৩১৬ বিধি]