গ্রেফতার (Arrest):
কোন অপরাধী বা অভিযুক্ত ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা খর্ব করে আইনানুগ প্রক্রিয়ায় অভিযুক্তকে সরকারী হেফাজতে বা পুলিশ হেফাজতে বা আদালতের হেফাজতে নেওয়াকে গ্রেফতার বলে।[কাঃ বিঃ ৪৬ ধারা, পিআরবি ৩১৬ বিধি।]
হ্যাঁ, একজন অপরাধীকে পুলিশ যেমন গ্রেফতার করতে পারেন তেমনটি কাঃবিঃ আইনের ৫৯ ধারা মোতাবেক কোন আমলযোগ্য অপরাধীকে জনসাধারণও গ্রেফতার করতে পারেন।[কাঃবিঃ ৫৯ ধারা]
জনসাধারণ যে ক্ষেত্রে অপরাধীকে গ্রেফতার করতে পারেনঃ
জনসাধারণের সামনে কোন ব্যক্তি আমলযোগ্য অপরাধ করলে সেই আমলযোগ্য অপরাধীকে জনসাধারণ কাঃবিঃ আইনের ৫৯ ধারা মোতাবেক গ্রেফতার করতে পারেন।
[কাঃবিঃ ৫৯ ধারা]
ম্যাজিস্ট্রেটের সামনে কোন ব্যক্তি অপরাধ করলে ম্যাজিস্ট্রেট সেই অপরাধীকে গ্রেফতার করার জন্য জনসাধারণকে নির্দেশ দিলে জনসাধারণ কাঃ বিঃ আেইনের ৬৫ ধারা মোতাবেক সেই অপরাধীকে গ্রেফতার করতে পারেন।[কাঃ বিঃ ৬৫ ধারা]
জমির মালিককে গ্রেফতারী পরোয়ানা তামিল করার জন্য বিজ্ঞ আদালত থেকে কোন পরোয়ানা প্রেরণ করা হলে জমির মালিক জনসাধারণ হয়েও পরোয়ানায় উল্লেখিত অপরাধীকে গ্রেফতার করতে পারেন।[কাঃবিঃ ৭৮ ধারা, পিআরবি ৩১৬ বিধি]
কোন ব্যক্তি অস্ত্র নিয়ে সন্দেহজনকভাবে ঘোড়া ফেরা করলে সেই ব্যক্তির অস্ত্রের লাইসেন্স থাকুক না থাকুক জনসাধারণ সেই অস্ত্র নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা ব্যক্তিকে গ্রেফতার করতে পারেন।[অস্ত্র আইন ১২ ধারা]
ট্রেনে ভ্রমনকালে ট্রেনের মধ্যে অপরাধী ব্যক্তিকে বা কোন চোর কে গ্রেফতারের জন্য ট্রেনের কর্মচারী জনসাধারণকে সেই অপরাধীকে গ্রেফতার করতে বললে জনসাধারণ সেই অপরাধীকে গ্রেপতার করতে পারেন।[রেলওয়ে আেইন ১৩১, ১৩২ ধারা]
জনসাধারণ কোন অপরাধীকে গ্রেফতার করার পর জনসাধারণের কর্তব্য হলো কালক্ষেপন না করে অতি তাড়াতাড়ি অপরাধীকে পুলিশ হেফজাতে প্রেরণ করা। যদি আদালতে বিলম্বে পাঠান তাহলে জনসাধারণ অবৈধ আটকের জন্য পেনাল কোড ৩৪২, ৩৪৩ ধারা মোতাবেক সাজা ভোগ করবেন। [পেনাল কোড ৩৪২, ৩৪৩ ধারা]
বিস্ফোরক আইনের ১৩ ধারা মোতাবেক জনসাধারণ একজন অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন।[বিস্ফোরক আইন ১৩ ধারা।]