গ্রেফতার (Arrest):
কোন অপরাধী বা অভিযুক্ত ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা খর্ব করে আইনানুগ প্রক্রিয়ায় অভিযুক্তকে সরকারী হেফাজতে বা পুলিশ হেফাজতে বা আদালতের হেফাজতে নেওয়াকে গ্রেফতার বলে। [কাঃ বিঃ ৪৬ ধারা, পিআরবি ৩১৬ বিধি]
একজন আসামীকে গ্রেফতার করার পর সেই আসামীকে সাধারনত পুলিশ অফিসার আদালতের নির্দেশ ছাড়া ছেড়ে দিতে পারে না। তবে কাঃ বিঃ আইনের ৬৩ ধারার শর্ত সাপেক্ষে কিছু কিছু ক্ষেত্রে ছেড়ে দিতে পারেন। যে যে ক্ষেত্রে পুলিশ অফিসার একজন আসামীকে গ্রেফতারের পর ছেড়ে দিতে পারেন তাহা নিম্নে আইন ও বিধি মোতাবেক বিস্তারিত আলোচনা করা হলোঃ
গ্রেফতারকৃত আসামীকে যে ক্ষেত্রে ছেড়ে দেওয়া যায়ঃ
পুলিশ অফিসারের সামনে কেউ আমলের অযোগ্য অপরাধ করলে সেই অপরাধীর নাম ঠিকানা জিজ্ঞাসা করার পর সে যদি তার আসল নাম ঠিকানা না জানায় তাহলে নাম ঠিকানা জন্য তাকে গ্রেফতার করার পর আসল নাম ঠিকানা গেলে সেক্ষেত্রে মুচলেকা নিয়ে পুলিশ তাকে ছেড়ে দিতে পারেন। [কাঃবিঃ ৫৭(২) ধারা]
জনসাধারনের সামনে কেউ আলেযোগ্য অপরাধ করলে জনসাধারণ তাকে গ্রেফতার করে পুলিশের নিকট হাজির করার পর পুলিশ অফিসার কর্তৃক বিষয়টি বাছাই করে যদি সে অপরাধী না হয় তাহলে পুলিশ অফিসার তার নিকট থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দিতে পারেন। [কাঃবিঃ ৫৯(৩) ধারা]
গ্রেফতারী পরোয়ানায় যদি বিজ্ঞ আদালত মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার কথা উল্লেখ করেন, সেক্ষত্রে পুলিশ অফিসার পরোয়ানায় পরোয়ানায় উল্লিখিত আসামীকে গ্রেফতার করার পর কাঃবিঃ আইনের ৭৬ ধারা মোতাবেক মুচলেকা নিয়ে ছেড়ে দিতে পারেন।
[কাঃ বিঃ ৭৬ ধারা]
কোন মামলার তদন্তকারী পুলিশ অফিসার সন্দেহজনক কাউকে গ্রেফতার করার পর সেই বিষয়ে যদি সাক্ষ্য প্রমান যথেষ্ট না পান তাহলে গ্রেফতারকারী পুলিশ অফিসার তার নিকট থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দিতে পারেন। [কাঃবিঃ ১৬৯ ধারা]
কোন মামলার তদন্তকারী পুলিশ অফিসার সন্দেহজনক কাউকে গ্রেফতার করার পর সেই বিষয়ে যদি সাক্ষ্য প্রমাণ যথেষ্ট পান। আর অপরাধটি যদি জামিনযোগ্য হয় সেক্ষেত্রে গ্রেফতারকারী পুলিশ অফিসার তার নিকট থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দিতে পারেন।
[কাঃবিঃ ১৭০ ধারা]
পুলিশ অফিসার কোন জামিনযোগ্য অপরাধে অপরাধীকে গ্রেফতার করার পর কাঃবিঃ আইনের ৪৯৬ ধারা মোতাবেক উক্ত অপরাধীর নিকট থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দিতে পারেন।[কাঃবিঃ ৪৯৬ ধারা]
পুলিশ অফিসার কোন জামিন অযোগ্য অপরাধে অপরাধীকে গ্রেফতার করার পর সাধারণত ছেড়ে দিতে পারেন না তবে সেই ব্যক্তি যদি অতিবৃদ্ধ মহিলা বা শিশু হন তাহলে কাঃ বিঃ আইনের ৪৯৭ ধারা মোতাবেক উক্ত অপরাধীর নিকট থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দিতে পারেন।[কাঃবিঃ ৪৯৭ ধারা, পিআরবি ৩১৭ বিধি]
পুলিশ অফিসার কোন শিশু অপরাধীকে গ্রেফতার করার পর সেই শিশুর অভিভাবকের নিকট থেকে মুচলেকা নিয়ে শিশু আইনের ৫২ ধারা মোতাবেক ছেড়ে দিতে পারেন।[শিশু আইন ৫২ ধারা]