Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ৪০। কোন ব্যক্তিকে গ্রেফতারের পর দেহ তল্লাশীর নিয়ম কি? আলোচনা করুন ??

গ্রেফতারঃ
কোন অপরাধী বা অভিযুক্ত ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা খর্ব করে আইনানুগ প্রক্রিয়ায় অভিযুক্তকে সরকারী হেফাজতে বা পুলিশ হেফাজতে বা আদালতের হেফাজতে নেওয়াকে গ্রেফতার বলে। কাঃ বিঃ ৪৬ ধারা, পিআরবি ৩১৬ বিধি।
গ্রেফতারকৃত আসামীর দেহ তল্লাশির সময় পুলিশ অফিসারের কিছু করণীয় এবং বর্জনীয় কাজ আছে।
গ্রেফতারকৃত আসামীর দেহ তল্লাশির সময় করণীয় ও বর্জনীয় কাজগুলো নিম্নে আলোচনা করা হলোঃ

দেহ তল্লাশির সময় করণীয়ঃ
কোন আসামীকে গ্রেফতার করার পর সেই আসামী যদি পুরুষ লোক হয় সে ক্ষেত্রে পুলিশ অফিসার কাঃবিঃ আইনের ৫১ ধারা মোতাবেক সেই আসামীর দেহ তল্লাশি করবেন। কাঃবিঃ ৫১ ধারা
কোন আসামীকে গ্রেফতার করার পর আসামী যদি মহিলা হয় সে ক্ষেত্রে পুলিশ অফিসার কাঃ বিঃ আইনের ৫২ ধারা মোতাবেক আসামীর দেহ একজন ভদ্র মহিলা বা মহিলা পুলিশ দ্বারা তল্লাশি করবেন। কাঃবিঃ ৫২ ধারা
আসামীকে গ্রেফতার করার পর আসামীর দেহ তল্লাশি করে যদি কোন আপত্তিকর কোন মালামাল পাওয়া যায় সেই মালের একটি তালিকা করে আসামীকে এক কপি দিতে হবে। কাঃবিঃ ৫৩ ধারা

পিআরবি ৩২২ বিধি, দেহ তল্লাশীর সময় বর্জনীয়ঃ
আসামী যদি মহিলা হয় সে ক্ষেত্রে পুলিশ অফিসার কাঃ বিঃ আইনের ৫২ ধারা মোতাবেক একজন ভদ্র মহিলা বা মহিলা পুলিশ দ্বারা তল্লাশি করবেন। কোন অবস্থায় নিজে মহিলা আসামীর দেহ তল্লাশি করবেন না। কাঃবিঃ ৫২ ধারা
কোন আসামীকে গ্রেফতার করার পর বা কোন অপরাধীকে গ্রেফাতার পর অপরাধীকে গ্রেফতার ছাড়াই রাস্তাঘাটে দেহ তল্লাশীর সময় অযথা হয়রানি করা যাবে না।
কাঃ বিঃ ৫০ ধারা। পিআরবি ২৬০ বিধি।

প্রশ্ন- ৪০। কোন ব্যক্তিকে গ্রেফতারের পর দেহ তল্লাশীর নিয়ম কি? আলোচনা করুন।

প্রশ্ন- ৪০। কোন ব্যক্তিকে গ্রেফতারের পর দেহ তল্লাশীর নিয়ম কি? আলোচনা করুন।


             প্রশ্ন- ৪০। কোন ব্যক্তিকে গ্রেফতারের পর দেহ তল্লাশীর নিয়ম কি? আলোচনা করুন।

*

Post a Comment (0)
Previous Post Next Post