Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ৪২। গ্রেফতারকালে মানবাধিকার রক্ষায় গ্রেফতারের পদ্ধতি আলোচনা করুন ??

একজন আসামীকে গ্রেফতার করার পর সেই গ্রেফতার কৃত আসামীরও কিছু আইনানুগ অধিকার আছে। গ্রেফতারকৃত আসামীর আইনগত অধিকার বা মানধিকার রক্ষায় গ্রেফতারের পদ্ধতি সমূহ নিম্নে আইন ও বিধি মোতাবেক আলোচনা করা হলো:

১। কাউকে খেয়াল খুশিমত গ্রেফতার, আটক বা নির্বাসন করা যাবে না। [মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র ৯ ধারা]

২। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের পূর্বে প্রথমেই নিজের পরিচয় দিতে হবে এবং আসামীকে গ্রেফতারের কারণ জানাতে হবে [পিআরবি ২২০ বিধি, কা: বি: ৮০ ধারা]

৩। নাম, ঠিকানা যাচাই করে প্রকৃত অপরাধীকে গ্রেফতার করতে হবে।

৪। যযাযথ বিধান পালন করে আসামীকে গ্রেফতার করতে হবে।[ফৌ: কা: ৪৬, ৪৭, ৪৮, ৪৯ ধারা, পিআরবি ১৫৩, ৩১৬ বিধি]

৫। আসামী যদি মহিলা হয় তাহলে মহিলা পুলিশ অথবা একজন ভদ্র মহিলা দ্বারা তার দেহ তল্লাশি করতে হবে এবং মহিলার নিকট হতে চুরি, শঙ্খ ইত্যাদি জিনিসপত্র হেফাজতে নেওয়া যাবে না । [ফৌ:কা: ৫২ ধারা, পিআরবি ৩২২, ৩২৮(গ) বিধি ]

৬। আসামির নিকট যদি কোন মালামাল পাওয়া যায় তা জব্দ করে একটি তালিকা তৈরি করতঃ এক কপি আসামীকে দিতে হবে। [কা: বি: ৫৩ ধারা]

৭। গ্রেফতার করার পর ২৪ ঘন্টার মধ্যে সেই আসামীকে আদালতে প্রেরণ করতে হবে। [ফৌ: কা: ৬০, ৬১, ৮১ ধারা]

৮। অপরাধটি জামিনযোগ্য হলে তাকে জামিনে মুক্তি দিতে হবে [ফৌ: কা: ৪৯৬, ৪৯৭ ধারা ও পিআরবি ৩১৭ বিধি]

৯। গ্রেফতারকৃত ব্যক্তি অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। [পিআরবি ৩২১ বিধি, ডিএমপি অধ্যাদেশ ১৬]

১০। হাজতে থাকার জন্য ৩৬ বর্গফুট স্কেল বিশিষ্ট জায়গা দিতে হবে। [পিআরবি ৩২৭ বিধি]

১১। গ্রেফতারকৃত ব্যক্তি যদি মহিলা, শিশু বা বৃদ্ধ হয় তাহলে হাতকড়া পরানো যাবে না। [পিআরবি ৩৩০ বিধি]

১২। গ্রেফতারকৃত ব্যক্তি যদি ক্ষুধার্ত হয় তাহলে তার খাবারের ব্যবস্থা করতে হবে। [পিআরবি ৩৩৩/৪৮৭ বিধি]

১৩। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা যাবে না [ফৌ: কা: ১৬৩, ১৬৪ ধারা ও পিআরবি ৪৬৭ বিধি]

১৪। গ্রেফতারকৃত ব্যক্তি শিশু জামিনে মুক্তি দিতে হবে। [শিশু আইন ৫২ ধারা]

১৫। গ্রেফতারকৃত ব্যক্তি মহিলা হলে তাকে নিরাপত্তামূলক হেফাজতে রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে। [না: শি: নি: দমন আইন ৩১ ধারা]

একজন আসামীকে গ্রেফতাকালে মানবাধিকার রক্ষার্থে উপরোক্ত আইন ও বিধি অনুসরণ করতে হবে।


             প্রশ্ন- ৪২।  গ্রেফতারকালে মানবাধিকার রক্ষায় গ্রেফতারের পদ্ধতি আলোচনা করুন।
প্রশ্ন- ৪২। গ্রেফতারকালে মানবাধিকার রক্ষায় গ্রেফতারের পদ্ধতি আলোচনা করুন।

প্রশ্ন- ৪২। গ্রেফতারকালে মানবাধিকার রক্ষায় গ্রেফতারের পদ্ধতি আলোচনা করুন।

*

Post a Comment (0)
Previous Post Next Post