Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ৪১। গ্রেফতারের আগে, সময় ও পরে করণীয় কি আলোচনা করুন ??

গ্রেফতার (Arrest):
কোন অপরাধী বা অভিযুক্ত ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা খর্ব করে আইনানুগ প্রক্রিয়ায় অভিযুক্তকে সরকারী হেফাজতে বা পুলিশ হেফাজতে বা আদালতের হেফাজতে নেওয়াকে গ্রেফতার বলে।[কাঃ বিঃ ৪৬ ধারা, পিআরবি ৩১৬ বিধি।]
আসামীকে গ্রেফতারকালে কিছু নিয়মনীতি অনুসরণ করে গ্রেফতার কার্যকর করতে হয়। নিম্নে কোনো আসামীকে গ্রেফতার করার আগে, সময় ও পরে কি করণীয় তা বিস্তারিত আলোকপাত করা হলো:
গ্রেফতারের আগের নিয়মাবলী:
১। অভিযুক্ত ব্যক্তি বা আসামি যে স্থানে প্রবেশ করেছে সেই স্থানটি সশস্ত্র পুলিশ দ্বারা ঘোরাও করে রাখতে হবে। [পিআরবি ১৪৫ বিধি]
২। আসামীকে গ্রেফতার করার আগে প্রথমে নিজের পরিচয় দিতে হবে।
৩। আসামির নাম, ঠিকানা যাচাই করতে হবে।
৪। আসামী জরুরী বা সেবামূলক কাজে নিয়োজিত থাকলে তার বদলী আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে [পিআরবি ৩১৮ বিধি]
৫। ওয়ারেন্ট সাথে রাখতে হবে
৬। অস্ত্রশস্ত্রসহ ও পোষাক পরিহিত অবস্থায় থাকতে হবে [পিআরবি ৯৫১ বিধি]
গ্রেফতারের সময় করণীয়:
১। আসামীকে গ্রেফতারের কারণ জানাতে হবে। [ফৌ: কা: ৮০ ধারা]
২। আসামি স্বেচ্ছায় ধরা না দিলে যথাযথ বিধান পালন করে গ্রেফতার কার্যকর করতে হবে [ফৌ: কা: ৪৬, ৪৭, ৪৮, ৪৯ ধারা, পিআরবি ১৫৩, ৩১৬ বিধি]
৩। গ্রেফতারকালে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে। [কা: বি: ৫০ ধারা]
৪। প্রয়োজনের জনগণের সাহায্য নিয়ে গ্রেফতার কার্যকর করতে হবে। [ফৌ: কা: ৪২ ধারা]
৫। গ্রেফতারকৃত ব্যক্তি মহিলা, শিশু, বৃদ্ধ, অসুস্থ হয় তাহলে হাতকড়া পরানোর প্রয়োজন নেই। [পিআরবি ন৩৩০ বিধি]
গ্রেফতারের পরে করণীয়:
১। গ্রেফতারের বিষয়টি জিডিতে এন্ট্রি করতে হবে।[ফৌ: কা: ১৫৪, ১৫৫ ধারা, পিআরবি ৩৭৭ বিধি ও পুলিশ আইন ৪৪ ধারা]
২। গ্রেফতারের বিষয়টি উর্ধ্বতন অফিসারকে জানাতে হবে। [ফৌ: কা: ১৫০ ধারা, পিআরবি ১২০ বিধি]
৩। অপরাধটি জামিনযোগ্য হলে জামিনে মুক্তি দিতে হবে। [ফৌ: কা: ৪৯৬, ৪৯৭ ধারা, পিআরবি ৩১৭ বিধি]
৪।গ্রেফতারকৃত ব্যক্তির দেহ তল্লাশি করে তার পরিধেয় বস্ত্র ব্যতীত তার নিকট থাকা মালামালে তালিকা তৈরি করে এক কপি তাকে দিতে হবে। [ফৌ: কা: ৫১ ধারা, পিআরবি ৩২২ বিধি]
৫। গ্রেফতারকৃত ব্যক্তি মহিলা হলে মহিলা পুলিশ অথবা অপর কোন ভদ্র মহিলা দ্বারা তার দেহ তল্লাশি করতে হবে তবে মহিলা আসামির নিকট হতে চুরি, শঙ্খ ইত্যাদি জিনিসপত্র হেফাজতে নেওয়া যাবে না। [ফৌ: কা: ৫২ ধারা, পিআরবি ৩২২, ৩২১৮(গ)বিধি]
৬। দেহ তল্লাশি করে মারাত্মক অস্ত্র শস্ত্র পাওয়া গেলে তার হেফাজতে নিতে হবে। [ফৌ: কা: ৫৩ ধারা]
৭। অসামি অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। [পিআরবি ৩২১ বিধি]
৮। আসামির শরীরে আঘাতে চিহ্ন থাকলে তা নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তা পর্যবেক্ষণ করে তা জিডিতে লিপিবদ্ধ করতে হবে। [পিআরবি ২৬২, ৩২৮(খ) বিধি]
৯। হাজত থানার ভেতরে আসামির আত্মহত্যা করার মত কোন জিনিস থাকলে তা সরিয়ে নিতে হবে। [পিআরবি ৩২৮(ঘ) বিধি]
১০। হাজত খানায় সেন্ট্রি নিয়োগ করতে হবে। [পিআরবি ৩২৯ বিধি]
১১। আসামিকে খাদ্য ও পানী সরবরাহ করতে হবে। [পিআরবি ৩৩৩/৪৮৭ বিধি]
১২। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধের ধরণ অনুযায়ী মামলা রুজু করে যথাসময়ে কোর্টে প্রেরণ করতে হবে। [ফৌ: কা: ৬০/৬১/৮১ ধারা]
আসামীকে গ্রেফতারের আগে, সময় ও পরে উপরোক্ত কার্যক্রম আইন ও বিধি মোতাবেক যথাযথভাবে পালন করতে হবে।


             প্রশ্ন- ৪১। গ্রেফতারের আগে, সময় ও পরে করণীয় কি আলোচনা করুন।
প্রশ্ন- ৪১। গ্রেফতারের আগে, সময় ও পরে করণীয় কি আলোচনা করুন।

প্রশ্ন- ৪১। গ্রেফতারের আগে, সময় ও পরে করণীয় কি আলোচনা করুন।

*

Post a Comment (0)
Previous Post Next Post