প্রশ্ন- ৪৩। গ্রেফতার কাকে বলে? গ্রেফতারের সময় আবদ্ধস্থানে প্রবেশ করলে গ্রেফতারের পদ্ধতি কি ?
গ্রেফতারঃ
কোন অপরাধী বা অভিযুক্ত ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা খর্ব করে আইনানুগ প্রক্রিয়ায় অভিযুক্তকে সরকারী হেফাজতে বা পুলিশ হেফাজতে বা আদালতের হেফাজতে নেওয়াকে গ্রেফতার বলে।
কাঃ বিঃ ৪৬ ধারা, পিআরবি ৩১৬ বিধি।
আসামীকে গ্রেফতারকালে আসামী যদি কোন আবদ্ধস্থানে পলায়ন করে সে ক্ষেত্রে আসামীকে গ্রেফতারের জন্য পুলিশ অফিসারের যে সকল পদ্ধতি গ্রহণ করবেন তা নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
আবদ্ধ স্থান হতে আসামী গ্রেফতারের পদ্ধতিঃ
কোন আসামীকে গ্রেফতারকালে আসামী যদি কোন আবদ্ধ স্থানে পলায়ন করে সে ক্ষেত্রে পুলিশ অফিসার কাঃ বিঃ আইনের ৫৮ ধারা মোতাবেক আসামীর পিছে পিছে আবদ্ধ স্থান পর্যন্ত গিয়ে আসামীকে গ্রেফতার করতে পারবেন। কাঃবিঃ ৫৮ ধারা
আসামী গ্রেফতারকালে আসামী যদি আবদ্ধ স্থানে আত্মগোপন করেন তাহলে আসামী যাহাতে পলায়ন করতে না পারেন সে জন্য পিআরবি ১৪৫ বিধি মোতাবেক আবদ্ধ স্থানটি সঙ্গীয় ফোর্স দ্বারা ঘিরে রাখতে হবে। পিআরবি ১৪৫ বিধি
আসামী কোন আবদ্ধ স্থানে প্রবেশ করলে ঐ স্থানে প্রবেশ করে আসামীকে গ্রেফতারের জন্য আশপাশের ২/৩ জন গন্যমান্য ব্যক্তিকে কাঃ বিঃ আইনের ১০৩(১) ধারা মোতাবেক সাক্ষী হিসেবে ডাকতে হবে। কাঃ বিঃ ১০৩(১) ধারা
আসামীকে গ্রেফতারের জন্য সাক্ষীর উপস্থিতিতে উক্ত আবদ্ধ স্থানের মালিক বা দায়িত্ব প্রাপ্ত ব্যক্তির নিকট থেকে কাঃ বিঃ আইনের ১০২(১) ধারা মোতাবেক অনুমতি নিয়ে প্রবেশ করে গ্রেফতার করতে হবে। কাঃ বিঃ ৪৭, ১০২(১) ধারা।
আবদ্ধ স্থান হতে আসামীকে গ্রেফতার করার জন্য বাড়ির মালিকের প্রবেশের অনুমতি না দেয় তাহলে কাঃ বিঃ আইনের ৪৮ ধারা মোতাবেক দরজা ভেঙ্গে প্রবেশ করে গ্রেফতার কার্যকর করা যাবে। কাঃ বিঃ ৪৮, ১০২(২) ধারা।
আসামীকে গ্রেফতার করার সময় উক্ত আবদ্ধ স্থানের মালিক বা প্রতিনিধি সঙ্গে থাকতে চাইলে তাকে কাঃ বিঃ আইনের ১০৩(৩) ধারা মোতাবেক সঙ্গে নিয়ে তল্লাশী করে গ্রেফতার করতে হবে। কাঃবিঃ ৪৮, ১০৩(৩) ধারা, পিআরবি ২৮০ বিধি
সাক্ষীর উপস্থিতিতে আবদ্ধ স্থানে প্রবেশ করে আসামীকে কাঃবিঃ আইনের ৪৬ ধারা মোতাবেক কথাকার্য দ্বারা বা দেহ স্পর্শ করে গ্রেফতার করতে হবে।
কাঃ বিঃ ৪৬ ধারা, পিআরবি ৩১৬ বিধি
আবদ্ধ স্থান পলাতক আসামীকে গ্রেফতার করার পর কাঃবিঃ আইনের ৫১, ৫২ ধারা মোতাবেক আসামীর দেহ তল্লাশী করতে হবে এবং তার কাছে যা পাওয়া যাবে তার একটি তালিকা তৈরী করে আসামীকে দিতে হবে। কাঃ বিঃ ৫১, ৫২ ধারা, পিআরবি ৩২২ বিধি
আবদ্ধ স্থান হতে আসামী গ্রেফতার করতে গিয়ে আইনে পুলিশ অফিসারকে যতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে ততটুকুই প্রয়োগ করতে হবে। তার বেশি প্রয়োগ করা যাবে না।
কাঃ বিঃ ৫০ ধারা