প্রশ্ন- ৪৪। গ্রেফতার কি? কোন কোন ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যায়।
গ্রেফতার (Arrest):
কোন অপরাধী বা অভিযুক্ত ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা খর্ব করে আইনানুগ প্রক্রিয়ায় অভিযুক্তকে সরকারী হেফাজতে বা পুলিশ হেফাজতে বা আদালতের হেফাজতে নেওয়াকে গ্রেফতার বলে। [কাঃ বিঃ ৪৬ ধারা, পিআরবি ৩১৬ বিধি।]
একজন অপরাধীকে পুলিশ অফিসার বিভিন্ন সময় বিভিন্নভাবে গ্রেফতার করতে পারেন। পুলিশ অফিসার একজন অপরাধীকে যে ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন সেই ক্ষেত্র গুলো নিম্নে আলোচনা করা হলঃ
যে ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যায়ঃ
কার্যবিধি আইনের ৫৪ ধারা মোতাবেক কেউ নিম্নবর্ণিত অপরাধ গুলো করলে পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেনঃ
১। কোন আমলযোগ্য অপরাধীকে।
২। কারো কাছে ঘর ভাঙ্গার যন্ত্রপাতি পাওয়া গেলে
৩। সরকার কর্তৃক ঘোষিত অপরাধীকে
৪। কারো কাছে চোরাইমাল পাওয়া গেলে
৫। কেউ পুলিশের কাজে বাধা দিলে
৬। সামরিক বাহিনী হতে কেউ পলায়ন করলে
৭। কেউ বিদেশে অপরাধ করে দেশে ফিরে আসলে
৮। কাউকে গ্রেফতারের জন্য অনুরোধ পত্র পাওয়া গেলে
কাঃ বিঃ ৫৪ ধারা
পিআরবি ৩১৬ বিধি
থানা এলাকায় কোন ভবঘুরে সন্দেহভাজন ব্যক্তি ঘোরাফেরা করলে এমন সন্দেহভাজন ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তার অধস্তন কোন অফিসারকে দিয়ে বিনা পরোয়ানায় গ্রেফতার করাতে পারেন।
কাঃ বিঃ ৫৫, ৫৬ ধারা।
পুলিশ অফিসারের সামনে কেউ আমলের অযোগ্য অপরাধ করলে সেই অপরাধীর নাম ঠিকানা জিজ্ঞাসা করার পর সে যদি তার আসল নাম ঠিকানা না জানায় তাহলে নাম ঠিকানা যাচাই করার জন্য তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যায়।
কাঃ বিঃ ৫৭(১) ধারা
জনসাধারনের সামনে কেউ আমলযোগ্য অপরাধ করলে বা কাউকে আমলযোগ্য অপরাধী বলে মনে হলে বা সরকার কর্তৃক ঘোষিত কোন অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন।
কাঃ বিঃ ৫৯(১) ধারা
পুলিশ অফিসারের সামনে কেউ আমলযোগ্য অপরাধ করলে পুলিশ অফিসার সেই অপরাধ নিবারনের জন্য ১৪৯ ধারা মোতাবেক ব্যবস্থা নিয়েও যদি তাহা নিবারন করা না যায় সেক্ষেত্রে পুলিশ অফিসার উক্ত অপরাধ নিবারনের জন্য বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন।
কাঃবিঃ ১৫১ ধারা
কোন মামলার বাদি বা সাক্ষির জবানবন্দি নেওয়ার জন্য আদালত কর্তৃক বরাবর সমন দেওয়ার পরও যদি উক্ত সাক্ষিকে আদালতে সাক্ষ্য দিতে না যায় সেক্ষত্রে পুলিশ অফিসার উক্ত সাক্ষিকে বিনা পরোয়নায় গ্রেফতার করতে পারেন।
কাঃবিঃ১৭১ ধারা
থানা এলাকায় কোন ব্যক্তি পুলিশ আইনের ৩৪ ধারা এবং ৩৪-ক ধারার অপরাধ করলে থানার পুলিশ অফিসার উক্ত অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন।
পুলিশ আিইন ৩৪, ৩৪-ক ধারা।
থানা এলাকায় কোন ব্যক্তিকে অস্ত্র নিয়ে সন্দেহভাজনভাবে ভাবে ঘোরা ফেরা করতে দেখলে উক্ত ব্যক্তির অস্ত্রের লাইসেন্স থাকুক বা না থাকুক সেক্ষেত্রে পুলিশ অফিসার উক্ত অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন।
অস্ত্র আইন ১২ ধারা
কোন ব্যক্তি মটরযান আইনের ৩২, ৫১, ১৪৩, ১৪৪, ১৪৫, ১৪৬, ১৪৭, ১৪৮, ১৪৯, ১৫৪, ১৫৬ ধারার অপরাধ করলে উক্ত অপরাধীকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন।
মটরযান আইন ১৬০ ধারা
এছাড়াও নিম্নবর্ণিত আইনে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যায়ঃ
ডিএমপি ১০০ ধারা।
মাদক আইন ৩৮ ধারা
মানব পাচার ২০ ধারা
তথ্য প্রযুক্তি ৮০ ধারা
বিস্ফোরক আইন ১৩ ধারা
রেলওয়ে আইন ১৩১, ১৩২ ধারা।
পিআরবি ৩১৬ বিধি